কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বদলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

নয়াদিল্লি: মিশে যাচ্ছে ৩টি ব্যাঙ্ক। বদলে যেতে পারে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর। বুধবারই ব্যাঙ্ক সংযুক্তিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন এই সংযুক্তিকরণ কার্যকরী হবে পয়লা এপ্রিল থেকে। সূত্রের খবর, মিশে যেতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। গতবছরের সেপ্টেম্বরেই আর্থিক সংকটে ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে নতুন করে ভাবনা চিন্তা শুরু করে কেন্দ্র।

কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বদলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

নয়াদিল্লি:  মিশে যাচ্ছে ৩টি ব্যাঙ্ক। বদলে যেতে পারে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর। বুধবারই ব্যাঙ্ক সংযুক্তিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন এই সংযুক্তিকরণ কার্যকরী হবে পয়লা এপ্রিল থেকে। সূত্রের খবর, মিশে যেতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। গতবছরের সেপ্টেম্বরেই আর্থিক সংকটে ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে নতুন করে ভাবনা চিন্তা শুরু করে কেন্দ্র। যদিও প্রথম থেকেই সংযুক্তির প্রতিবাদ জানিয়েছে ব্যাঙ্ককর্মীদের বিভিন্ন সংগঠন। সংগঠনগুলির বক্তব্য আসল সমস্যার দিকে নজর না দিয়ে ভুল দিকে নজর দেওয়া হচ্ছে। এতে ব্যাঙ্ক বা গ্রাহকের কোনও উপকার হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান ব্যাঙ্কগুলির মূলধন সংক্রান্ত সমস্যা মেটাতেই একটি শক্তিশালী ব্যাঙ্কের সঙ্গে দুটি অপেক্ষাকৃত দুর্বল ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হচ্ছে। তবে এটা ঠিক, কিছুটা ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *