নয়াদিল্লি: দেশজুড়ে প্রাক বর্ষার বৃষ্টির ঘাটতি রয়েছে ২২ শতাংশ। দিল্লির আবহাওয়া অফিস এখবর জানিয়েছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত সারা দেশে বৃষ্টির পরিমাণ ৭৫.৮০ শতাংশ। যেখানে গত বছর এই সময়ে বৃষ্টির পরিমাণ ছিল ৯৬.৮০ শতাংশ।
অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর প্রাক বর্ষা বৃষ্টির ঘাটতি রয়েছে ২২ শতাংশ। গত ১ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ২৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু বর্ষা নয়, প্রাক বর্ষার বৃষ্টির উপর দেশের কৃষিকাজের একটা বড় অংশ নির্ভর করে। প্রাক বর্ষার বৃষ্টিপাত কম হলেও বর্ষার মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামানে ঢুকে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।