মালবাজার: আগামী ২৩ মে সপ্তদশ লোক সভা ভোটের গণনার দিন। সেই গণনার কাজে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কর্মীদের নেওয়া হয়েছে। কর্মীরা গিয়েছেন গণনার কাজে প্রশিক্ষণ নিতে৷ স্বাভাবিকভাবে কর্মী না থাকায় ব্যাংক বন্ধ রাখতে হয়েছে। ব্যাংকের সামনে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে।
গ্রাহকেরা টাকা তুলতে এসে ঘুরে যাচ্ছে। মঙ্গলবার এমন দৃশ্য দেখা গেল মালবাজার শহরে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ইউনাইটেড ব্যাংকের শাখার সামনে। মালবাজার শহর ও তার আসেপাশের এলাকার বাসিন্দাদের গত কয়েক দশক ধরে পরিষেবা দিয়ে আসছে এই ব্যাংক৷ গ্রাহকও প্রচুর রয়েছে৷ মঙ্গলবারও বহু গ্রাহক ব্যাংকের সামনে এসে ভিড় করে৷ কিন্তু, কাজ না হওয়ায় ফিরে গেছে চা বাগান থেকে আসা বহু শ্রমিক। কবে ব্যাংকের কাজকর্ম স্বাভাবিক হবে? এই প্রশ্নের উত্তর পেতে স্থানীয় ভাবে কোনও ব্যাংক কর্মী না পাওয়ায় রিজিওনাল অফিসে ফোনে যোগাযোগ করা হলে এক আধিকারিক জানান, গণনার কাজ শেষ হলে ব্যাংকের কাজকর্ম স্বাভাবিক হবে৷