কলকাতা: বার্ধক্য থেকে বিধবা ও প্রতিবন্ধীদের জন্য দেওয়া সরকারি ভাতার এখন থেকে পৌঁছে যাবে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যেই৷ প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভাতা-প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা৷ নয়া উদ্যোগ রাজ্য সরকারের৷
এতদিন ভাতা পেতে সময় লেগে যেতে দু’-তিন মাস৷ এবার রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংকের কাছে ভাতা-প্রাপকদের নাম সহ এই প্রকল্পের টাকা প্রতি মাসের ৩ তারিখের মধ্যে জমা করতে হবে৷ ব্যাংকে আবার ওই টাকা যে প্রত্যেকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে৷ তা ৫ তারিখের মধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করতে হবে৷ জেলা প্রশাসনও রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও নারী ও সমাজকল্যাণ দপ্তরে ৬ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পড়ে যাওয়ার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে৷ এর ফলে গোটা রাজ্যে কয়েক লক্ষ বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা-প্রাপক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন৷