বিমান ভাড়া কমিয়ে যাত্রীদের জন্য বড় ঘোষণা উড়ান সংস্থার

যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এল গো এয়ার৷ দেশের মধ্যে ও বাইরে দু’ধরনের যাত্রার ক্ষেত্রেই টিকিটের দাম কমাল এই উড়ান সংস্থা। এ বছরের ১১ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এই সুবিধা পাওয়া যাবে। তবে টিকিট কাটতে হবে সোমবার৷ অসামরিক পরিবহণের ক্ষেত্রে গো এয়ার এমনিতেই বড় নাম। এই সংস্থায় যাতায়াতের জন্য যাত্রীদের মধ্যে আগ্রহ চোখে পড়ে। দেশের

3 stocks recomended

বিমান ভাড়া কমিয়ে যাত্রীদের জন্য বড় ঘোষণা উড়ান সংস্থার

যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এল গো এয়ার৷ দেশের মধ্যে ও বাইরে দু’ধরনের যাত্রার ক্ষেত্রেই টিকিটের দাম কমাল এই উড়ান সংস্থা। এ বছরের ১১ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এই সুবিধা পাওয়া যাবে। তবে টিকিট কাটতে হবে সোমবার৷ অসামরিক পরিবহণের ক্ষেত্রে গো এয়ার এমনিতেই বড় নাম। এই সংস্থায় যাতায়াতের জন্য যাত্রীদের মধ্যে আগ্রহ চোখে পড়ে।

দেশের মধ্যে যাত্রার ক্ষেত্রে যে সমস্ত অফার পাওয়া যাবে: গো এয়ারের ক্ষেত্রে সবচেয়ে কম টাকায় যাত্রা করা যাবে নাগপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত। টিকিটের দাম শুরু হবে ১ হাজার ১০০ টাকা থেকে। তবে এই অফার পেতে যাত্রা করতে হবে এপ্রিল মাসের প্রথম ১৪ দিনের মধ্যে। মুম্বই থেকে বেঙ্গালুরু টিকিটের দাম শুরু হবে ১৭৯৯ টাকা থেকে। আর এই রুটে যাত্রা সেরে ফেলতে হবে ১ মাসের ১৪ তারিখের মধ্যে।

গো এয়ারের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে,

Mumbai-Port Blair Jul 08 – Jul 31 Rs. 6,799
Ahmedabad-Lucknow Mar 24 – Mar 31 Rs. 2,399
Bengaluru-Goa Mar 08 – Mar 31 Rs. 2,199
Bengaluru-Nagpur Apr 01 – Apr 14 Rs. 1,199
Bengaluru-Ranchi Apr 01 – Apr 21 Rs. 3,399
Mumbai-Bengaluru Mar 08 – Mar 14 Rs. 1,799
Mumbai-Nagpur Apr 01 – Apr 14 Rs. 2,299
Nagpur-Bengaluru Apr 01 – Apr 28 Rs. 2,099
Nagpur-Pune Apr 01 – Apr 14 Rs. 2,699
Pune-Nagpur Apr 01 – Apr 14 Rs. 2,599

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =