বাজারে আসছে Tata Technologies-র IPO, হবে নাকি লক্ষ্মীলাভ?

বাজারে আসছে Tata Technologies-র IPO, হবে নাকি লক্ষ্মীলাভ?

কলকাতা: আলোর উৎসব দীপাবলি মিটতে না মিটতেই বাজারে আসছে টাটা টেকনোলজিসের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও৷ টাটা টেকনোলজিসের প্রতি শেয়ারের দাম রাখা হয়েছে টাকা গ্রুপের সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখেই৷  আগামী ২২ নভেম্বর টাটা টেকনোলসিজের আইপিও বাজারে আসতে চলেছে৷

কত টাকা পড়বে এই আইপিওর দাম? টাটা টেকনোলজিস আইপিওর দাম রাখা হয়েছে ৪৭৫টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত৷  শেয়ারের এললিস্টেড প্রাইস ইক্যুইটি শেয়ার প্রতি ২ টাকা রাখা হয়েছে৷ বিনিয়োগকারীরা কমপক্ষে ৩০টি ইক্যুইটি শেয়ার কিনতে পারবেন৷ এরপর ৩০০-এর গুণিতকের বিড করতে পারবেন কেত্রারা৷ সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগ করতে হবে ১৪ হাজার ২৫০টাকা৷ এখানে ৩০টি শেয়ার প্রতি ১ লট ধার্য করা হয়েছে৷ অর্থাৎ এই আইপিও কিনতে হলে আপনাকে এক লটের জন্য গুনতে হবে ৩০x৪৭৫=১৪২৫০টাকা৷

টাটা টেকনোলজিসের এই আইপিওতে প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে৷ ১৫ শতাংশ শেয়ার অ-প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য সংরক্ষিত৷  খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৩৫ শতাংশ শেয়ার৷ ৬,০৮৫,০২৭টি ইক্যুইটি শেয়ার টাটা মোটরসের শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত রয়েছে৷ ২,০২৮,৩৪২টি ইক্যুইটি শেয়ার কোম্পানির কর্মচারীদের জন্য সংরক্ষিত৷

মনে করা হচ্ছে, টাটা টেকনোলজিস ৩০ নভেম্বরের মধ্যে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করবে৷ পয়লা ডিসেম্বর থেকে রিফান্ড জারি করা হবে৷ ৫ ডিসেম্বর BSE এবং NSE-তে তালিকাভুক্ত হবে টাটা টেকনোলজিস৷ এই আইপিওর মাধ্যমে টাটা টেকনোলজিস বাজার থেকে ৩০৪২.৫১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্র রেখেছে৷ এই আইপিওর মাধ্যমে মোট ৬০,৮৫০,২৭৮টি ইক্যুইটি শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে টাটা টেকনোলজিসের৷ প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৫৯ শতাংশ পর্যন্ত মুনাফা পেতে পারেন অনুমান বাজার বিশেষজ্ঞদের৷ টাটা টেকনোলজিস টাটা গ্রুপেরই একটি অংশ৷ অটো এবং এরোস্পেস সেক্টরে ইঞ্জিনয়রিং পরিষেবা দিচ্ছে টাটা টেকনোলজিস৷

গুরুত্বপূর্ণ বিষয়:

1) আইপিও তারিখ: আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে ২২ নভেম্বর৷ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত৷

২) প্রাইস ব্যান্ড: ইস্যুটির প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার দাম ৪৭৫ থেকে ৫০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে৷

৩) আর্থিক: টাটা টেকনোলজিস ২০২৩ সালের মার্চ পর্যন্ত বছরে ৬২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে৷ সংস্থার মুনাফা বেড়ছে ৪২.৮ শতাংশ৷ সেপ্টেম্বর FY24 শেষ হওয়া ছয় মাসের মেয়াদে মুনাফা ৩৬ শতাংশ বেড়েছে৷

 

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *