বছর পড়তেই চড়ছে টাটাদের শেয়ারের দর! আরও বৃদ্ধির সংকেত বিশেষজ্ঞদের

বছর পড়তেই চড়ছে টাটাদের শেয়ারের দর! আরও বৃদ্ধির সংকেত বিশেষজ্ঞদের

 নয়াদিল্লি:  নতুন বছরের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে টাটা স্টিল৷ শেয়ারদরে ব্যাপক লাভ। নতুন বছরের প্রথম বাজার খুলতেই টাটা স্টিলের শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে৷ সোমবার বেলা ১টার মধ্যে টাটা স্টিলের শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। আগামী কয়েক দিন টাটা স্টিলের শেয়ারের দাম আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন, টাটা স্টিলের শেয়ারের দর ১৫০ টাকার স্তর ছুঁতে পারে। 

আরও পড়ুন- আসছে বছর কমবে ভারতের GDP, বলছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট

গত ৬মাসে টাটাদের শেয়ারের দাম বেড়েছে ৩৮.৪৯ শতাংশ। যদিও শেষ ১ বছরে টাটাদের শেয়ার দর বেড়েছে ৩.৫৯ শতাংশ৷ শেষ ৫ বছরে টাটাদের শেয়ারের দাম বাড়ার পরিমাণ ৬১.১৭ শতাংশ। এক মাসের নিরিখে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৫.৬৭ শতাংশ। বছরের প্রথম দিন শেয়ার বাজার খুলতেই এর স্টকটি ১১৪.৪০ টাকায় খুলেছিল। বেলা ২টো বাজার আগেই এই স্টকের দাম পৌঁছয় ১১৯ টাকাতে।

অন্যদিকে, সেনসেক্সও এদিন চড়েছে হু হু করে। সোমবার সেনসেক্স খুলেছিল ৬০,৮৭১.২৪ পয়েন্টে। সর্বোচ্চ পৌঁছায় ৬১,১৭০.৭৯ পয়েন্টে। অন্যদিকে, সোমবার নিফটি ৫০ সূচক ০.৩৩ শতাংশ বেড়েছে। বিগত ৫ দিনের নিরিখে সূচকটি ১০০.২৫ পয়েন্ট বেড়েছে।