এই লাল হিরে চাষ করে হতে পারেন লাখপতি!

কলকাতা: এই লাল হিরে চাষ করে মালমালা হয়ে যাচ্ছেন চাষিরা, কীভাবে আপনিও হতে পারেন লাখপতি?লাল হিরে মানে তাইওয়ানের গোলাপি পেয়ারা> তাইওয়ানের গোলাপি পেয়ারা যা রেড…

কলকাতা: এই লাল হিরে চাষ করে মালমালা হয়ে যাচ্ছেন চাষিরা, কীভাবে আপনিও হতে পারেন লাখপতি?লাল হিরে মানে তাইওয়ানের গোলাপি পেয়ারা> তাইওয়ানের গোলাপি পেয়ারা যা রেড ডায়মন্ড নামেও পরিচিত৷

এই চাষে নিবিড় বাগান পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয়৷ সারি অনুসারে রোপণ করে যাতে সারির মধ্যে দূরত্ব ৯ ফুট এবং একটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব ৭ ফুট থাকে৷ যাতে গাছের বৃদ্ধি ভাল হয় এবং ফলনও ভাল হয়
এই পেয়ারা চাষে প্রথম বছরে যে টাকা খরচ করবেন একবার পেয়ারার ফলন পেলেই আপনার সেই খরচ উঠে যাবে৷

দ্বিতীয় বছর এই পেয়ারার এক একটি গাছে ২৫ থেকে ৩০ কেজি ফলন দিতে পারে এই পেয়ারার গুলো ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়৷ তাই বাড়িতে আপনিও লাগিয়ে নিতে পারেন এই তাই ওয়ান পিঙ্ক পেয়ারা৷