১০ হাজার কোটির আইপিও আনছে সুইগি, খুঁটিনাটি জেনে নিন এখনই

১০ হাজার কোটির আইপিও আনছে সুইগি, খুঁটিনাটি জেনে নিন এখনই

3 stocks recomended

মুম্বই: অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে শীর্ষস্থানীয় সুইগি এবার আইপিও আনতে চলেছে এই খবর প্রকাশিত হয়েছিল আগেই৷ তবে সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে সুইগি আইপিও আনার কাগজপত্র জমা করতে চলেছে। ১০ হাজার কোটিরও বেশি থাকবে সুইগির আইপিও সাইজ। জানা গিয়েছে, বাজারে নতুন শেয়ার ছাড়ার মাধ্যমে ৩৭৫০ কোটি টাকা তুলতে চাইছে সংস্থা। সেবির কাছে কনফিডেনশিয়াল ফাইলিং করে ফেলেছে সুইগি 

এছাড়াও এক্ষেত্রে একটি অফার ফর সেলের সুযোগ থাকছে। তাঁর মাধ্যমে ৬৬৬৪ কোটি টাকা তুলতে চাইছে সুইগি। ২০২২ সালের মার্চ মাস থেকেই সংস্থা আইপিও আনার কাজ করে চলেছে। এর আগে যে ফাইলিং করেছিল সুইগি তাঁর থেকে জানা যাচ্ছে যে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৭৫০ কোটি টাকা তুলবে এই সংস্থা। তবে এই রটনা নিয়ে সুইগি কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =