সুপ্রিম রায়ে Bitcoin পেল আইনি স্বীকৃতি! উঠে গেল RBI-এর নিষেধাজ্ঞা

সুপ্রিম রায়ে Bitcoin পেল আইনি স্বীকৃতি! উঠে গেল RBI-এর নিষেধাজ্ঞা

imagesmissing

নয়াদিল্লি: সঞ্চয় করবেন বলে বিটকয়েন কিনে রেখেছিলেন চুপিসারে? ভেবেছিলেন অনলাইন প্রযুক্তির যুগে খুব সম্ভবত বিটকয়ন বড়সড় মুনাফা তুলে দেবে! তবে এখন লুকিয়ে-চুরিয়ে বিটকয়েন কেনার দিন শেষ৷ হ্যাঁ, বিটকয়েন সংগ্রহ করে থাকলে আপনার জন্য বড়সড় সুখবর দিল সুপ্রিম কোর্ট।

আজ দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ওপর আরবিআই যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখন আর কার্যকর থাকবে না। আজ বিচারপতি রোহিংটন নরিম্যানের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ২০১৮ সালে এপ্রিল মাসে আরবিআই ভারতে যে ভার্চুয়াল কারেন্সি লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে৷ এর আগে আরবিআইয়ের নিয়ন্ত্রণাধীন কোন সংস্থা ভার্চুয়াল কারেন্সি নিয়ে লেনদেন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এর বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে আরবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়। জানানো হয়, বিটকয়েন আসলে কমোডিটি। কারেন্সি নয়। অর্থাৎ আরবিআই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না৷

পাল্টা আরবিআইয়ের তরফে গ্রাহকের স্বার্থের কথা মাথায় রেখে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়৷ কেননা এই বিটকয়েন দাম প্রায় কোটি টাকার কাছাকাছি৷ অনলাইনে মূলত এর লেনদেন চলে৷ একদিনে এই কয়েনের দাম প্রায় ২০০ থেকে ৫০০ শতাংশ ওঠা-নামা করে৷ এই বিটকয়েন কিনতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কয়েকশো কোটি টাকা এক রাতেই হারিয়ে ফেলেন বলেও অভিযোগ ওঠে৷ ফলে, গ্রাহক স্বার্থ রক্ষা করতে ও দেশের পেমেন্ট সিস্টেম যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় তা নিশ্চিত করতে এতদিন এই নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল বলেও জানায় আরবিআই৷
পরে দু’পক্ষের সওয়াল শোনার পর আদালতের তরফে জানানো হয়, আরবিআইয়ে নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না৷ ফলে, আইনি স্বীকৃতি পাবে বিটকয়েন সহ অন্যান্য ভার্চুয়াল কারেন্সি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *