নয়াদিল্লি : বুথফেরত সমীক্ষা বের হওয়ার পরই চাঙা শেয়ার বাজার। সোমবার বাজার খুললতেই সেনসেক্স ওঠে ৯৫০ পয়েন্টেরও বেশি। সমীক্ষায় এনডিএর ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। শুরুর বেচাকেনায় মুম্বই ফাটকাবাজারে সেনসেক্স ৯৬২.১২ পয়েন্টে পৌঁছে যায়। নিফটি চড়ে যায় ২৮৬.৯৫ পয়েন্টে।
মূলত ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অটো ও মেটালে লগ্নি হয় ভালোই। ভালো লগ্নি হয়েছে আদানি পোর্টস, মারুতি সুজুকি, আল্ট্রাটেক সিমেন্ট, ভারত পেট্রোলিয়াম, লার্সেন অ্যান্ড টুব্রোয়। সেইসহ্গে পিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফাইনান্সও সেনসেক্সকে উঠতে সাহায্য করেছে। আহামি বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল বেরোনো পর্যন্ত শেয়ারবাজারের এই তেজি ভাব বজায় থাকবে বলে বিশেষজ্ঞদের মত।