কলকাতা: ভর্তুকির রেশন গেলে আগেই বাধ্যতামূলক হয়েছে আধার সংযোগ৷ এবার কেন্দ্রের সেই নির্দেশ পালনে কড়া মনোভাব নিচ্ছে রাজ্য৷ ইতিমধ্যেই জেলায়-জেলায় আধিকারিকদের চিঠি পাঠানো হচ্ছে৷
বিশেষ সচিবের পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সমস্ত রেশন দোকান থেকে গ্রাহককে ই-পস যন্ত্রের মাধ্যমে আধারের তথ্য সংযোগ করাতে হবে৷ জানা গিয়েছে, রেশন গ্রাহকদের আধার সংযোগের পর তা যাচাই করবে দপ্তরের আধিকারিকরা৷ তারপর দিতে হবে রিপোর্ট৷ সেই মর্মে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আধিকারিকরা৷
রাজ্যে এখন ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী পান প্রায় ৯ কোটি ১০ লক্ষ গ্রাহক৷ ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার জন্য গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷ রেশন দোকানের ই-পস মেশিনের মাধ্যমেই এই প্রক্রিয়া চালু হয়েছে৷ আধার নম্বর যুক্ত করার পর ই-পস যন্ত্রণে গ্রাহকের আঙুলের ছাপ নেওয়ার মাধ্যমে যাচাই পর্ব শুরু হচ্ছে৷