জিএসটি রিটার্নে ফাঁকিবাজি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রর

নয়াদিল্লি: ছ’মাস জিএসটি রিটার্ন জমা না দিলে মিলবে না ই-ওয়ে বিল৷ জিএসটি ফাঁকি আটকাতে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্র৷ জিএসটি শুরু হওয়ার পর এর রাজ্য থেকে অন্য রাজ্যে ৫০,০০০ টাকার বেশি মূল্যের পণ্য নিয়ে যেতে হলে ইলেকট্রনিক ওয়ে বিল বা ই-ওয়ে বিল বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদের তরফে জানানো হয়েছে, জিএসটি রিটার্ন

3 stocks recomended

জিএসটি রিটার্নে ফাঁকিবাজি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রর

নয়াদিল্লি: ছ’মাস জিএসটি রিটার্ন জমা না দিলে মিলবে না ই-ওয়ে বিল৷ জিএসটি ফাঁকি আটকাতে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্র৷ জিএসটি শুরু হওয়ার পর এর রাজ্য থেকে অন্য রাজ্যে ৫০,০০০ টাকার বেশি মূল্যের পণ্য নিয়ে যেতে হলে ইলেকট্রনিক ওয়ে বিল বা ই-ওয়ে বিল বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷

কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদের তরফে জানানো হয়েছে, জিএসটি রিটার্ন দাখিলের উপর নজরদারি বাড়াতে নতুন পরোক্ষ কর ব্যবস্থার মূল অনলাইন পরিকাঠামো, জিএসটি নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন করা হচ্ছে৷ যাতে কোনও ব্যবসায়ী যদি ছ’মাস রিটার্ন জমা না দেন তবে তিনি ই-ওয়ে বিল বের করতে পারবেন না৷ জিএসটি নেটওয়ার্কে ওই পরিবর্তনের কাজ হয়ে গেলেই সরকার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =