শেয়ার কেনা-বেচার নিয়মে বড় বদল, বড়সড় সুবিধা পাবেন লগ্নিকারীরা

শেয়ার কেনা-বেচার নিয়মে বড় বদল, বড়সড় সুবিধা পাবেন লগ্নিকারীরা

3 stocks recomended

stock market

কলকাতা: আপনি কি শেয়ার বাজারের কারবারি? তাহলে এই খবরটি আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ৷ কারণ এবার থেকে শেয়ার কেনা-বেচায় নতুন ব্যবস্থা চালু হতে চলেছে৷ এত দিন ভারতের বাজারে শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে দাম মেটানোর বাধ্যবাধকতা ছিল না। ক্রেতা বা বিক্রেতা চাইলে এর জন্য এক দিন সময় নিতেই পারতেন৷ যাকে বলা হয় ‘টি+১’। দাম দেওয়ার পর শেয়ার হস্তান্তর করা হত। সেই নিয়মই এবার পাল্টাতে চলেছে। শুরু হচ্ছে ‘টি+0’ ব্যবস্থা৷ হ্যাঁ, আজ থেকেই দুই শেয়ার বাজার- বিএসই এবং এনএসই-তে চালু হচ্ছে লেনদেনের দিনই ‘সেট্‌লমেন্ট’-এর ব্যবস্থা। অর্থাৎ শেয়ার কেনাবেচার দিনেই দাম মেটাতে হবে ক্রেতা বা বিক্রেতাকে। আর কোনও বিলম্ব নয়৷ তৎক্ষণাৎ হবে শেয়ার হস্তান্তর। চিনের পর ভারতই হবে দ্বিতীয় দেশ যখানে টি+০ ব্যবস্থা চালু হবে৷ 

দাম মেটানো এবং শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ার নামই সেট্‌লমেন্ট। লগ্নিকারী শেয়ার কেনার পর সংশ্লিষ্ট বিক্রেতাকে তার দাম দেন, শেয়ার চলে আসে তাঁর ডি-ম্যাট অ্যাকাউন্টে। শেয়ার বেচলে তাঁকে দাম মিটিয়ে দেন ক্রেতা। এবার থেকে দিনের দিনই হবে সেট্‌লমেন্ট৷ আর এই ব্যবস্থাটিরই নাম ‘টি+০’।

বাজার নিয়ন্ত্রক সেবি জানিয়েছে, ২৫টি সংস্থার শেয়ার লেনদেনের উপর পরীক্ষামূলক ভাবে এটি শুরু হচ্ছে । পুরনো নিয়মে পরের দিন দাম মেটানোর সুবিধা এখনই পুরোপুরি বিলুপ্ত হচ্ছে না। নতুন ব্যবস্থা শুধু নগদ লেনদেনের বাজারেই প্রযোজ্য হবে। আগাম লেনদেনের ক্ষেত্রে পুরনো নয়ম মেনেই মাসের শেষ বৃহস্পতিবার সেট্‌লমেন্ট হবে। সেবি জানিয়েছে, ‘টি+০’ সেট্‌লমেন্টে লেনদেন সম্পন্ন হবে সকাল সাড়ে ন’টা থেকে দুপুর দেড়টার মধ্যে৷ সূত্রের খবর, যেহেতু এর পাশাপাশি পুরনো ব্যবস্থাটিও চালু থাকবে, তাই লেনদেনের সময় লগ্নিকারীকে আগাম জানাতে হবে তিনি কোন অপশনটি চাইছেন৷ 

সম্পদ পরিচালনাকারী ভ্যালু স্টকের এমডি শৈলেশ সরাফের কথায়, “নয়া নিয়মে শেয়ারের দাম না মেটানোর মতো কোনও সমস্যা থাকবে না। লেনদেন অনেক বেশি সহজ হবে।’’ আবার স্টক মার্কেট বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, “নয়া ব্যবস্থাপনায় ভারতের মূলধনী বাজার বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় হয়ে উঠল। চটজলদি শেয়ারের দাম হাতে আসবে৷ ফলে ইচ্ছা করলে দ্রুত সেই টাকা দিয়ে নতুন শেয়ার কেনা যাবে। সার্বিক ভাবে বাজারে লেনদেনের পরিমাণ আরও বাড়বে৷’’ তবে শরাফ মনে করেন, বাজারে নথিভুক্ত (বিএসইতে ৫০০০টি, এনএসই-তে ২০০০টি) সব সংস্থায় ‘টি+০’ চালু করতে আরও কিছুদিন সময় লেগে যাবে৷ 

আর হ্যাঁ, আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার বাজার হাতে কলেমে শিখে, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩২১১২১১ নম্বরে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =