শিশুদের পোশাক তৈরির ব্যবসায় নামছে রাজ্য!

কলকাতা: ছোটদের পোশাক তৈরির ক্ষেত্রে এবার সাহায্যের হাত বাড়াতে চায় রাজ্য সরকার। ওই শিল্পের উন্নতিতে পরিকাঠামো গড়ে দেওয়া সহ সব রকমের সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। নিউটাউনে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরকারি স্তরে সহযোগিতার কথা উল্লেখ করেন। পোশাক তৈরির সংগঠনের সদস্যরা মূলত শিশুদের পোশাক

3 stocks recomended

শিশুদের পোশাক তৈরির ব্যবসায় নামছে রাজ্য!

কলকাতা: ছোটদের পোশাক তৈরির ক্ষেত্রে এবার সাহায্যের হাত বাড়াতে চায় রাজ্য সরকার। ওই শিল্পের উন্নতিতে পরিকাঠামো গড়ে দেওয়া সহ সব রকমের সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। নিউটাউনে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরকারি স্তরে সহযোগিতার কথা উল্লেখ করেন।

পোশাক তৈরির সংগঠনের সদস্যরা মূলত শিশুদের পোশাক তৈরি করেন। সেই পোশাকের বাজার পশ্চিমবঙ্গের পাশাপাশি যেমন বিভিন্ন রাজ্য, তেমনই তাঁরা তা মধ্য-প্রাচ্যেও রপ্তানি করেন। কিন্তু ব্যবসার বহর বাড়াতে বিশ্বের নানা প্রান্তে রপ্তানি জরুরি। সেই প্রসঙ্গেই এদিন অমিতবাবু বলেন, আমেরিকা বা ইউরোপের পাশাপাশি জাপানের মতো দেশে পোশাক রপ্তানি না করলে ব্যবসা বাড়বে না। একটু একটু করে ব্যবসা না বাড়িয়ে, বড় লাফ দিতে দরকার খোলনলচে বদল। সেক্ষেত্রে দরকার দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =