শুরু ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল

শুরু ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল

3 stocks recomended

কলকাতা: দুর্গাপুজোর পর কালীপুজোয় আবার শুরু হতে চলেছে সেল৷ বিগ দিওয়ালি সেল শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। ২৮ অক্টোবর থেকে শুরু করে এটি চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই সেলে ইলেকট্রনিক প্রোডাক্টের সঙ্গে বিভিন্ন ধরনের জিনিসের ওপর আকর্ষণীয় সব অফার রয়েছে৷ এছাড়াও এই সেলে ফ্রি ডেলিভারি, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই এর মতো সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি প্লিপকার্টের এই বিগ দিওয়ালি সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে কেনাকাটা করলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়৷  

এই বিগ দিওয়ালি সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোন এবং ট্যাবলেট পাওয়া যাবে ৮০ শতাংশ ছাড়ে। এই সেলে আইফোন ১২ সিরিজ এবং আইফোন এসই ২০২০ ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় অফারে। এছাড়াও অন্যান্য ফোনের ওপরও রয়েছে অফার৷

বিগ দিওয়ালি সেল চলাকালীন ইউজাররা পাবেন ক্রেজি ডিলসের সুবিধা। এর মাধ্যমে ইউজাররা রাত ১২টা, সকাল ৮টা এবং বিকাল ৪টায় বিভিন্ন ধরনের ধামাকা অফার পাবেন৷ এছাড়াও ইউজারদের জন্য রয়েছে টাইম বম্ব ডিলস এবং ওয়ান ডিল এভরি আওয়ারসের মতো আকর্ষণীয় অফারের সুবিধা।

এই সেলে বিভিন্ন ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ পাওয়া যাবে প্রায় ৩০ শতাংশ ছাড়ে। এছাড়াও প্রায় ৭৫ শতাংশ ছাড়ে মিলবে পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, স্পিকারসের মতো অ্যাকসেসরিজ। এই বিগ দিওয়ালি সেলে ফ্লিপকার্টের তরফে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিটের ক্ষেত্রে৷ এই সেলে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ২,৫০০ টাকার ছাড় এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ২৫,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 9 =