কলকাতা থেকে সরাসরি দুবাই বিমান পরিষেবা চালু

কলকাতা: এবার কলকাতা থেকে দুবাইয়ে বিমান পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া৷ কলকাতা বিমানবন্দরে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় মিশ্রর হাত ধরে এই পরিষেবা শুরু হয়৷ ১৬২টি আসন বিশিষ্ট এ৩২০নিও বিমান ইতিমধ্যেই ১৩৭ জন যাত্রীকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছে৷ সপ্তাহে চারদিন এই বিমানটি ছাড়বে৷ মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার উড়বে এই বিমান৷ দুবাই

3 stocks recomended

কলকাতা থেকে সরাসরি দুবাই বিমান পরিষেবা চালু

কলকাতা: এবার কলকাতা থেকে দুবাইয়ে বিমান পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া৷ কলকাতা বিমানবন্দরে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় মিশ্রর হাত ধরে এই পরিষেবা শুরু হয়৷ ১৬২টি আসন বিশিষ্ট এ৩২০নিও বিমান ইতিমধ্যেই ১৩৭ জন যাত্রীকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছে৷

সপ্তাহে চারদিন এই বিমানটি ছাড়বে৷ মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার উড়বে এই বিমান৷ দুবাই থেকে কলকাতার উদ্দেশে উড়বে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ৷ পৌঁছবে রাত ২টোয়৷ এই বিমানে ভাড়া রাখা হয়েছে ১১ হাজার ৯২০ টাকা৷ যাওয়া-আসার টিকিট একসঙ্গে কাটলে যাত্রীকে ২০ হাজার ৬০০ টাকা দিতে হবে৷ রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় মিশ্রর কথায়, আমরা মানুষের প্রয়োজন বুঝে এই বিমানটির ওঠানামার সময় নির্ধারিত করেছি৷ বিমানের ভাড়াও রাখা হয়েছে নাগালের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *