ঘরে বসেই শুরু করে দিন এই ব্যাবসা, মাস গেলে হবে মোটা টাকা আয়

ঘরে বসেই শুরু করে দিন এই ব্যাবসা, মাস গেলে হবে মোটা টাকা আয়

3 stocks recomended

 paper plate

 কলকাতা:  কোভিড পরবর্তী সময়কালে বদলেছে কাজের ধরণ৷ বহু মানুষ বাড়িতে বসেই খুঁজে নিয়েছে উপার্জনের পথ৷  যাঁরা বাড়িতে বসে উপার্জনের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য রইল এই আইডিয়া৷ 

গ্রাম হোক বা শহর, সহ জায়গাতেই এই ব্যবসা শুরু করা যেতে পারে৷ লাভের মুখ দেখতে পাবেন আপনি৷ জানেন কী সেই পেশা? কথা হচ্ছে কাগজ থেকে প্লেট তৈরির ব্যবসার সম্পর্কে। এই ব্যবসা থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা অনায়াসেই উপার্জন করা যেতে পারে। কিন্তু কী ভাবে এই ব্যবসা শুরু করবেন? 

এই ব্যবসা শুরু করতে প্রাথমিক ভাবে  প্রায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। লাগবে একটি বড় হল ঘর। ৫ লাখ টাকা বিনিয়োগ করলে চারটি মেশিন ইনস্টল করা সম্ভব হবে৷ এছাড়া লাগবে বিদ্যুৎ৷ যে কোনও ব্যবসার ক্ষেত্রেই নেটওয়ার্ক এবং সরবরাহ চেইন শক্তিশালী হওয়াটা অত্যন্ত জরুরি৷ সেক্ষেত্রে আমাজন এবং ফ্লিপকার্টের মতো অনলাইন কমার্স ওয়েবসাইটগুলিতে সরাসরি আপনার তৈরি কাগজের প্লেট বিক্রি করতে পারেন। এছাড়াও, আপনার এলাকায় থাকা গেস্ট হাউসের মালিক, দোকানদার এবং স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করে কাগজের প্লেট বিক্রি করতে পারেন৷ বর্তমানে কাগজের প্লেটের ব্যবসা অত্যন্ত জনপ্রিয়। বিয়ে হোক বা অন্য জন্মদিন, কিংবা অন্য কোনও অনুষ্ঠান কাগজের প্লেটের চাহিদা বেশ চড়া। তার উপর থার্মোকলের প্লেন ব্যান হওয়ার পর আরও বেশি গতি পেয়েছে কাগজের প্লেটের এই ব্যবসা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =