এতো কম ইনভেস্টে মেয়েদের পছন্দের আইটেমের ব্যবসা?

কলকাতা: সোনা- রুপোর আকাশছোঁয়া দাম, তাই আর্টিফিশিয়াল গয়না অর্থাৎ সিটিগোল্ড, পোড়া মাটির গয়নার দারুন ডিমান্ড। অনায়াসে এই ব্যবসা শুরু করলে মোটা টাকা উপার্জন করা যেতে…

কলকাতা: সোনা- রুপোর আকাশছোঁয়া দাম, তাই আর্টিফিশিয়াল গয়না অর্থাৎ সিটিগোল্ড, পোড়া মাটির গয়নার দারুন ডিমান্ড। অনায়াসে এই ব্যবসা শুরু করলে মোটা টাকা উপার্জন করা যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা শুরু করতে মাত্র ৫০ হাজার টাকা বা তার কম অর্থ খরচ করতে হবে। অথচ সহজেই ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকা উপার্জন করা যেতে পারে।

বিভিন্ন উপায়ে শুরু করা যেতে পারে এই ব্যবসা। এতে খুচরো ও পাইকারি দুরকম বিনিয়োগের অপশন রয়েছে। কোনও ব্যক্তি চাইলে পাইকারি বাজার থেকে কম দামে গয়না কিনে খুচরো বাজারে তা বেশি দামে বিক্রিও করতে পারেন। এছাড়াও, কোনও ব্যক্তি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে গয়না কিনতে পারেন এবং অনলাইনে সেই জিনিস বিক্রি করা যেতে পারে। এমন ক্ষেত্রে, অনলাইনে জিনিসগুলো বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। কারণ অনলাইনে কৃত্রিম গয়নার দাম অনেক বেশি। কিন্তু প্রস্তুতকারকদের থেকে কম দামে কিনলে মোটা টাকা লাভ পাওয়া যেতে পারে।

তাছাড়া, গয়না ডিজাইন করার শখ থাকলে, আপনি নিজেই সুন্দর গয়না তৈরি করতে পারেন। অ্যামাজন ও ফ্লিপকার্টে এই জিনিসগুলো বিক্রিও করা যেতে পারে। এরজন্য অবশ্য বিক্রেতার GSTIN নম্বর থাকা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *