অ্যামাজানের গোপন ওয়েবসাইটে অর্ধেকেরও কম দামে কেনাকাটা

অ্যামাজানের গোপন ওয়েবসাইটে অর্ধেকেরও কম দামে কেনাকাটা

3 stocks recomended

কলকাতা: ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে অনলাইনে শপিং অল্পবিস্তর সকলেই করে থাকে৷ কিন্তু সকলেরই অজানা যে, অ্যামাজনের একটি ‘গোপন’ ওয়েবসাইট রয়েছে, যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পাওয়া যায় ৷ এখানে ৭ হাজার টাকা দামের জিনিস কেনা যায় মাত্র ২ হাজার টাকায়৷

করোনাকালে লকডাউন চলাকালীন দোকানপাট বন্ধ থাকায় অধিকাংশ মানুষই জিনিস কেনাকাটার জন্য অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন৷ এর মধ্যে অ্যামাজনের গ্রাহক সংখ্যা অনেক বেশি৷ কারণ এখানে বিভিন্ন জিনিসের ওপর অফার চলতেই থাকে৷ কিন্তু অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কেনা যায়৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করে দেয় এই সংস্থা৷

অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইটের মাধ্যমে জিনিস কেনাকাটা করলেও, অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা মিলবে৷ অ্যামাজনের মতো ফেরত দেওয়ার সুযোগও রয়েছে ৷ অর্থাৎ ডেলিভারি করার পর জিনিসটি পছন্দ না হলে ফেরতও দেওয়া যাবে ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে প্রোডাক্টটি ফেরত দিতে হবে৷

অ্যামাজন ওয়্যারহাউজের স্টকে ৪০ হাজারের বেশি আইটেম রয়েছে বলে জানা গিয়েছে৷ এই সব আইটেমই মিলবে অর্ধেকেরও কম দামে৷ এখানে গ্রাহকদের জন্য অনেক বিকল্প রয়েছে৷ ৩৪টি বিভাগ রয়েছে৷ কম্পিউটার ও সহায়ক অ্যাকসেসারিজ, ভিডিও গেম, ইলেকট্রনিক্স জিনিস, ঘরের জিনিস, খেলনা এবং আরও অনেক জিনিসের সম্ভার রয়েছে এখানে৷ গোপন ওয়েবসাইটের লিঙ্কটি হল-https://www.amazon.com/Warehouse-Deals/b?ie=UTF8&node=10158976011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 19 =