জুতো ও টয়লেট পেপার হিন্দু দেবতার ছবি ছাপিয়ে বিক্রি আমাজনে

নয়াদিল্লি: দেশের বাজারে কোটি কোটি টাকার পণ্য বিক্রি করেও কার্যত অন্ধ হয়েই থাকল অনলাইল বিক্রেতা সংস্থা আমাজন৷ নজরদারির অভাবে জুতোর উপর ছাপানো হল হিন্দু দেবদেবীর ছবি৷ শুধু, জুতোতেই নয়, রীতি মতন কম্বল, টয়লেট পেপারেও থাকছেন তারা৷ নতুনত্বের ছোঁয়া দিতে গিয়ে বিপাকে আমাজন৷ গোটা বিষয় প্রকাশ্যে আসতেই প্রতিবাদে গর্জে ওঠেন সাধারণ মানুষ। দ্রব্যের ছবি সোশ্যাল মিডিয়ায়

3 stocks recomended

জুতো ও টয়লেট পেপার হিন্দু দেবতার ছবি ছাপিয়ে বিক্রি আমাজনে

নয়াদিল্লি: দেশের বাজারে কোটি কোটি টাকার পণ্য বিক্রি করেও কার্যত অন্ধ হয়েই থাকল অনলাইল বিক্রেতা সংস্থা আমাজন৷ নজরদারির অভাবে জুতোর উপর ছাপানো হল হিন্দু দেবদেবীর ছবি৷ শুধু, জুতোতেই নয়, রীতি মতন কম্বল, টয়লেট পেপারেও থাকছেন তারা৷ নতুনত্বের ছোঁয়া দিতে গিয়ে বিপাকে আমাজন৷

জুতো ও টয়লেট পেপার হিন্দু দেবতার ছবি ছাপিয়ে বিক্রি আমাজনেগোটা বিষয় প্রকাশ্যে আসতেই প্রতিবাদে গর্জে ওঠেন সাধারণ মানুষ। দ্রব্যের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও চলে সমালোচনা৷ নেট দুনিয়ায় তীব্র নিন্দার শিকার হয় আমাজন৷ হিন্দু দেবদেবীর ছবি নিয়ে এই ধরনে ব্যাবসা  নিঃসন্দেহে নিন্দাজনক৷ শুধু সমালোচনাই নয়, আমাজন পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে৷ বিষটি সরকারের নজরে আনতে এই সংক্রান্ত একটি ছবি সুষমা সরাজের কাছেও পৌঁচ্ছে দেওয়ার উদ্যোগ দেন নেটিজেনরা৷ সুষমার সোশ্যাল পেজে ট্যাগও করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =