Aajbikel

উর্ধ্বমুখী সূচক, শেয়ারের দামে নয়া রেকর্ড গড়ার পথে SBI

 | 
এসবিআই

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ধস নেমেছিল দালাল স্ট্রিটে৷ তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার৷ বাড়তে শুরু করেছে বেশ কিছু শেয়ারের দর৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর শেয়ারের দাম৷ বৃহস্পতিবার শেয়ারের দাম ৫০০ টাকার উপরে উঠে বন্ধ হয়েছিল বাজার৷ এর পরেই বিনিয়োগকারীদের মনে আশা জেগেছিল, আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো শেয়ারের দাম সর্বোচ্চ ৫৪৭  টাকার রেকর্ড ছাপিয়ে যাবে৷ 

আরও পড়ুন- জেফ বেজস- এলন মাস্ককে টপকে বিশ্বের ধনীতম গৌতম আদানি?


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই তার আঁচ এসে পড়েছিল ভারতের শেয়ার বাজারে। একটানা বেশ কয়েকদিন পতন হয়েছিল নিফটি-সেনসেক্সের। নিফটি-সেনসেক্সের এই পতনে বিভিন্ন কোম্পানির  শেয়ারেও পতন ঘটেছিল৷ টালমাটাল অবস্থা থেকে ফের ছন্দে ফিরছে শেয়ার বাজার। গত কয়েকদিন ধরে উপরের দিকেই রয়েছে নিফটি৷ ভালো পারফরমেন্স দেখা গিয়েছে একাধিক স্টকের।

এরই মাঝে বিনিয়োগকারীদের কাছে সুখবর নিয়ে এল এসবিআই৷ রেকর্ড ব্রেকের পথে দেশের সর্বোচ্চ লেনদেনকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টক। এতদিন পর্যন্ত এসবিআই স্টকের সর্বোচ্চ দাম ছিল ৫৪৯ টাকা। এইচডিএফসি সিকিওরিটিজ লিমিটেড থেকে শুরু করে একাধিক বাজার বিশেষজ্ঞের মতে এইবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। শীঘ্রই হয়ত ৫৪৯  টাকাকে টপকে গিয়ে শেয়ারের দাম দাঁড়াতে পারে ৫৭০ টাকায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE-তে নতুন দাম পেতে পারে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা।


জানা যাচ্ছে, এসবিআই-এর তৃতীয় কোয়ার্টারে বৃদ্ধির জেরেই এই পারফরম্যান্স। ২০২২ অর্থবর্ষে এসবিআই- এর লোনবুকের বৃদ্ধির পরিমাণ ৯%। সেটি আরও ২% বৃদ্ধি পেয়ে ১১% পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। 

Around The Web

Trending News

You May like