বাজেটের আগে শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি

বাজেটের আগে শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি

3 stocks recomended

নয়াদিল্লি:  ফের নিম্নমুখী শেয়ার বাজারের সূচক৷ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ধাক্কা৷ সকাল সাড়ে ন’টা নাগাদ সেনসেক্স ১০১১ পয়েন্ট নেমে যায়৷ যা বুধবারের তুলনায় ১.৭৫ শতাংশ৷ এক ধাক্কায় সেনসেক্স নেমে যায় ৫৬ হাজারের ঘরে৷ শুধু সেনসেক্স নয়, এদিন সকালে পতন হয়েছে নিফটিরও৷ ১৮০ পয়েন্ট নেমে গিয়েছে নিফটি৷ ১.৬২ শতাংশ পতনে নিফটি নেমে গিয়েছে ১৭ হাজার পয়েন্টের নিচে। 

আরও পড়ুন- Budget 2022: মিলবে ‘ওয়ার্ক ফ্রম হোমে’র ভাতা, কর ছাড়? আশায় চাকরিজীবীরা

বিশ্ব বাজারে অস্থিরতার জেরেই বম্বে স্টক এক্সচেঞ্জের উপরে এই ঝড় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷ মার্কিন প্রশাসনের নীতি বদলের ফলে ওয়াল স্ট্রিটও রক্তক্ষয়ী দিন পাড় করছে৷ যার প্রভাব থেকে বাদ পড়েনি বিএসই৷ শুধু ভারত নয় গোটা এশিয়ার বাজারেই অস্থিরতা তৈরি হয়েছে। আরও একটি ফ্যাক্টর এখানে রয়েছে৷ আর সেটি হল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক অস্থিরতা৷ সঙ্গে দোসর গোটা বিশ্বের করোনা পরিস্থিতি। সব মিলিয়ে বিশ্বের অর্থনৈতিক বাজারে ডামাডোল। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে শেয়ার বাজারের এই পরিস্থিতি নিশ্চিতভাবেই চিন্তায় রাখছে বিনিয়োগকারীদের। তাঁরা আপাতত বাজেটের অপেক্ষায়৷ নির্মলা সীতারমণ বাজেটে কোনও চমক আনেন কিনা, সেটাই দেখার৷ 

প্রসঙ্গত, লকডাউনের সময় ইতিহাসের সবচেয়ে অন্থকার দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের  সূচক পড়ে যায় ২৫ হাজরের ঘরে। তবে সেই ঝক্কি সামনে করোনা পরবর্তী সময়ে ফের উর্ধ্বমুখী হয় শেয়ার বাজারের সূচক৷ এর পর মাঝে বেশ সুসময়ের মধ্যে দিয়ে গিয়েছে বাজার। একটা সময় ৬০ হাজারের উপরে উঠে গিয়েছিল সেনসেক্সের সূচক। কিন্তু ওমিক্রন মাথাচাড়া দিতেই ফের নতুন করে রক্ত ঝরে  দালাল স্ট্রিটে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াবে বাজার। তবে সেই ভরসা সম্পূর্ণভাবে রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। সে কারণেই ধস নেমেছে বাজারে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =