বাজেটের আগেই চাঙ্গা দালাল স্ট্রিট, উর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি

নয়াদিল্লি: তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। বাজেট পেশের আগেই চাঙ্গা দালাল স্ট্রিট৷ শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্স, নিফটি৷…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

নয়াদিল্লি: তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। বাজেট পেশের আগেই চাঙ্গা দালাল স্ট্রিট৷ শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্স, নিফটি৷ মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক ২২০ পয়েন্ট বেড়ে ৮০,৭৪০ অঙ্কে পৌঁছে যায়। নিফটির সূচকও ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

মোদী সরকারের তৃতীয় ইনিংসের প্রথম বাজেট কতটা জনমুখী হবে, সে দিকে যেমন নজর রয়েছে,তেমনই  আয়করে ছাড়ের দাবিও জনগণের মধ্যে বেশ জোরাল হয়েছে। বাজেটের ঘোষণার উপরে নির্ভর করে রয়েছে শেয়ার বাজারের উত্থান-পতনও। আজ, সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।