সর্বশান্ত জিওনির কর্ণধার, বন্ধের মুখে সংস্থা

বেজিং: জুয়ায় ১৪৪ মিলিয়ন ডলার খুইয়ে সর্বশান্ত জিওনি মোবাইল সংস্থার চেয়ারম্যান। বন্ধের মুখে অন্যতম জনপ্রিয় চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি। ভারতীয় টাকায় প্রায় হাজার কোটি টাকারও বেশি খুইয়েছেন জিওনি কর্ণধার লিউ লিরং। জানা গেছে, চিনের সাইপানের একটি ক্যাসিনোতে জুয়া খেলে এই বিপুল পরিমাণ টাকা হেরে যান তিনি। ইতিমধ্যেই, পাওনা আদায়ের জন্য চিনের শিনজেন ইন্টারমিডিয়েট পিপল’স কোর্টের

3 stocks recomended

সর্বশান্ত জিওনির কর্ণধার, বন্ধের মুখে সংস্থা

বেজিং: জুয়ায় ১৪৪ মিলিয়ন ডলার খুইয়ে সর্বশান্ত জিওনি মোবাইল সংস্থার চেয়ারম্যান। বন্ধের মুখে অন্যতম জনপ্রিয় চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি। ভারতীয় টাকায় প্রায় হাজার কোটি টাকারও বেশি খুইয়েছেন জিওনি কর্ণধার লিউ লিরং। জানা গেছে, চিনের সাইপানের একটি ক্যাসিনোতে জুয়া খেলে এই বিপুল পরিমাণ টাকা হেরে যান তিনি। ইতিমধ্যেই, পাওনা আদায়ের জন্য চিনের শিনজেন ইন্টারমিডিয়েট পিপল’স কোর্টের দ্বারস্থ হয়েছেন ২০ জন লগ্নিকারী। সংস্থাটিকে দেউলিয়া ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ২০১৩ সালে ভারতীয় বাজারে প্রবেশ করে জিওনি। যেথেষ্ট জনপ্রিয়ও হয়। ২০১৭ সাল পর্যন্ত ভারতের মোবাইল মার্কেটের শতকরা ৪.৬ শতাংশ ছিল সংস্থাটির দখলে। যদিও ২০১৮ সালে কিছুটা হলেও ব্যবসায় ভাটা পড়ে সংস্থাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =