নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাঁচ দফায় সেই আর্থিক প্যাকেজের ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বিভিন্ন খাতে করেছেন বরাদ্দ৷ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি সংস্থায় দেদার বেসরকারিকরণের দরজা খুলে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ দেশের বড় বড় শিল্পপতিদের জন্য একাধিক বিষয়ে সুখবর শুনেছেন অর্থমন্ত্রী৷ কিন্তু পঞ্চম দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা আশার আলো দেখাতে ব্যর্থ৷ ফের মুখ থুবড়ে পড়ল ভারতীয় শেয়ারবাজার৷
আজ সোমবার সকালে বাজার খুলতেই হুড়মুড়িয়ে নামে ভারতীয় শেয়ার বাজার৷ সেনসেক্স নেমে গিয়েছে প্রায় ৭২১ পয়েন্ট৷ সেন্সেক্স সূচক দাঁড়িয়েছে ৩০৩০০ পয়েন্টের কাছাকাছি৷ টালমাটাল নিফটি৷ ইতিমধ্যেই ২১৪ পয়েন্ট নেমে সূচক ৮,৯০০ পয়েন্টের কাছাকাছি ঘুরছে৷
Sensex slumps by 721.07 points, currently at 30,376.66. Nifty slumps by 214.20 points, currently at 8,922.65. pic.twitter.com/1rUIQDkGgR
— ANI (@ANI) May 18, 2020
বিএসসিতে আর পাওয়ার, এলটিটিএসের মতো শেয়ার দর প্রায় ২% বাড়লেও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, জি এন্টারটেইনমেন্ট, বন্ধন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এলএনটি, বাজাজ, কানাডা ব্যাংক, কোল ইন্ডিয়ার মতো একাধিক সংস্থার শেয়ার সূচক প্রায় ৪ থেকে ৫ শতাংশ হারে নিচে নেমে গিয়েছে৷ পঞ্চম দফায় কয়লা উত্তোলনের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার ঘোষণা করা হলেও আজ কোল ইন্ডিয়ার শেয়ার দর নেমে গিয়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ৷
শেয়ার বাজারের খবর জানতে নজর রাখুন AajBikel.com-এর পাতায়…