সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটির সূচক

সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটির সূচক

3 stocks recomended

নয়াদিল্লি: দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন উদ্বেগ৷ যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও৷ সপ্তাহের শুরুতেই লেনদেনের ক্ষেত্রে বড় ধাক্কা৷ নিম্নমুখী সেনসেক্স-নিফটি৷ সোমবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ৪৫০.৮ পয়েন্ট অর্থাৎ ০.৭৯ শতাংশ পড়ে  ৫৬,৬৭৩.৫১ পয়েন্টে পৌঁছয়। অন্যদিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই)-র ৫০ শেয়ারের সূচক নিফটিও প্রায় ১৪৩.১০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ পতন হয়েছে। দিনের শুরুতে ১৬, ৮৬০.৬৫ পয়েন্টে লেনদেন শুরু করে নিফটি৷ 

আরও পড়ুন- ওমিক্রন উদ্বেগের মধ্যে শেয়ার বাজারে ধস, পতন সেনসেক্স-নিফটিতে

শেয়ার বাজারের এই ধাক্কা শুধু ভারতেই নয়৷ গোটা বিশ্বের উপর পড়েছে৷ করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে৷ দেশে ওমিক্রম আক্রান্তের সংখ্যা ৫৭৮৷ বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন উদ্বেগের ছায়া পড়েছে শেয়ার বাজারে৷ শুধু ভারত নয়, সোমবার এশিয়ার শেয়ার বাজারে সূচক ছিল নিম্নমুখী৷ প্রভাব পড়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ার বাজারগুলিতেও।  

সোমবার বাজারে প্রি-ওপেনিংয়ে বিএসই সূচক সেনসেক্স ১৭৫.৯৮ শতাংশ অর্থাৎ ০.৩১ শতাংশ পতন সহ ৫৬,৯৪৮.৩৩ পয়েন্টে লেনদেন শুরু করে। অন্যদিকে, ৩৭ পয়েন্ট পড়ে ১৬৯৩৯.৮০-তে লেনদেন শুরু করে নিফটি। এছাড়াও এসসিএক্স নিফটিতে ৬৫ পয়েন্ট পতন ঘটিয়ে লেনদেন শুরু হয়। আজ দিনের শুরুতে সবচেয়ে বেশি শেয়ার পতন হয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের। ৪.৭১ শতাংশ পড়ে লেনদেন শুরু হয় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের৷ পড়েছে বাজাজ ফিনান্সে শেয়ারও৷ বাজাজ ফাইনান্স শেয়ার পড়েছে ১.৭৯ শতাংশ৷ ১ শতাংশ পড়ে লেনদেন শুরু করে এশিয়ান পেন্টস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 2 =