বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি

বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি

3 stocks recomended

নয়াদিল্লি:  আর কিছুক্ষণের অপেক্ষা৷ বেলা ১১টায় সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নিমলা রাজন৷ তার আগে চাঙ্গা শেয়ার বাজার৷ মঙ্গলবার সকালে বাজার খুলতেই ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স৷ ২০০ পয়েন্ট বেড়েছে নিফটিতেও৷

আরও পড়ুন- বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ, কোন কোন দিকে নজর অর্থমন্ত্রীর?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে দেশবাসীর জন্য কী কী সিদ্ধান্ত নিয়েছেন, তা জানার অপেক্ষায় মুখিয়ে আমজনতা৷ করোনা কালে বাজেট ঘিরে দেশবাসীর প্রত্যাশা তুঙ্গে৷ তবে বাজেটের আগেই উর্ধ্বমুখী শেয়ারের সূচক৷ বাজার খোলার সময়েই ৫০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স৷ এর পরেই তা বেড়ে ৭০০ পয়েন্ট হয়ে যায়৷ গতকাল প্রায় ৮০০ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগেই ৫১২.৭৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮,৫২৬.৯০ হয়েছে সেনসেক্স। অন্য দিকে উর্ধ্বমুখী নিফটিও৷ সূচক ১৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। প্রায় ১৫০০ শেয়ারের দর উর্ধ্বমুখী ছিল। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, মারুতি, টেক মাহিন্দর-এর মতো প্রথম সারির শেয়ারের দাম উঠেছে৷ যা হাজারকে চাঙ্গা করে রেখেছে।

আজ সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় বাজেট পেশ করার পর দুপুর ৩টে ৪৫ মিনিটে সংসদে সাংবাদিক বৈঠক করবেন তিনি৷ এমনটাই জানানো হল অর্থমন্ত্রকের তরফে। বাজেট পেশের আগে প্রথা মেনে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নিজের চতুর্থ বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =