বাজেট ২০২০ শুরুর আগে মুখ থুবড়ে পড়ল সেনসেক্স

বাজেট ২০২০ শুরুর আগে মুখ থুবড়ে পড়ল সেনসেক্স

নয়াদিল্লি: কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার শুরু হওয়ার দু’ঘণ্টা আগেই পড়েছে সেনসেক্স৷ 

বাজার বলছে, আজ সকালে সেনসেক্স খুলতে ১৫০ পয়েন্ট নিচে নেমে৷ নিফটি এই মুহূর্তে ১১৯০০ পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে৷ বিএসসি সেনসেক্স নেমেছে প্রায় সাড়ে ৩৩.২ নেমেছে৷ ব্যাংক নিফটি ২৮.৪. পয়েন্টের কাছাকাছি৷ 

যদিও ইতিহাস বলছে, গোটা দেশে যতদিন বাজেট পেশ হয়েছে, ঠিক ততদিন বাজেট শুরুর আগে বাজার তলানিতে ঠেকেছে৷ ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কমবেশি সেনসেক্স নেমেছে অন্ততপক্ষে ১ শতাংশের কাছাকাছি৷ একমাত্র ২০১৭ সালে ১.৭ শতাংশ সেনসেক্স বাড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *