রেকর্ড গড়ে ৮০ হাজার ছুঁলো সেনসেক্স, উর্ধ্বমুখী নিফটিও! ছুটছে শেয়ার বাজার

নয়াদিল্লি: দুরন্ত গতিতে ছুটছে শেয়ার বাজার৷ এই প্রথম ৮০ হাজারের অঙ্ক ছুঁলো বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স৷ ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে নজির গড়ল নিফটিও। যা শেয়ারবাজারের…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

নয়াদিল্লি: দুরন্ত গতিতে ছুটছে শেয়ার বাজার৷ এই প্রথম ৮০ হাজারের অঙ্ক ছুঁলো বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স৷ ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে নজির গড়ল নিফটিও। যা শেয়ারবাজারের সর্বকালীন রেকর্ড বলা যেতেই পারে৷ যা থেকে এটা স্পষ্ট যে বুধবার বেশ চাঙ্গাই থাকবে মার্কেট৷

 

বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স পৌঁছয় ৮০,০১৩-তে। পাশাপাশি নিফটিও ১৬৯ পয়েন্ট বেড়ে পৌঁছয় ২৪,২৯২-তে। সেনসেক্সে সবচেয়ে লাভবানের তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এর পর যথাক্রমে রয়েছে কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সআরভি অ্যান্ড এমঅ্যান্ডএম। তবে কিছুটা ধাক্কা খেয়েছে মাহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস ও ভারতী এয়ারটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *