বাজেট ২০২১: ৭৫ বছরের বেশি বয়সিদের কর ছাড়, শ্রমিকদের ঘর দেওয়ার পরিকল্পনা

বাজেট ২০২১: ৭৫ বছরের বেশি বয়সিদের কর ছাড়, শ্রমিকদের ঘর দেওয়ার পরিকল্পনা

3 stocks recomended

নয়াদিল্লি: চলতি বছরের বাজেট যে ঐতিহাসিক হতে চলেছে তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাই এই বাজেট নিয়ে সকলের প্রত্যাশা ছিল চরমে। এদিন বাজেট ঘোষণা করে ৭৫ বছরের বেশি বয়সীদের আশ্বস্ত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, তাদের কর দিতে লাগবে না, অর্থাৎ এই বয়সী পেনশনভোগী মানুষদের সম্পূর্ণ কর ছাড়। এক কথায় যারা পেনশন পান এবং ব্যাংকে জমা রাখা টাকার উপর নির্ভর করে জীবন যাপন করেন তাদের আয়কর ছাড় হয়ে গেল সম্পূর্ণরূপে। একই সঙ্গে এদিন বাজেটে ঘোষণা করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য কম ভাড়ার ঘরের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

এদিন বাজেট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণের লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এছাড়াও সাধ্যের মধ্যে সাধারণ মানুষের জন্য ঘর বানানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য কম ভাড়ার ঘরের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। এছাড়া, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য সম্পূর্ণ রূপে কর ছাড় দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়াও জিডিপি সংক্রান্ত বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অর্থবছরে আর্থিক ঘাটতি জিডিপির ৬.৮ শতাংশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর পাশাপাশি ৫ ট্রিলিয়ন অর্থনীতি গড়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্য পূরণে আগামী কয়েক বছরের পুরোদমে কাজ করা হবে বলে দিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

একই সঙ্গে এদিন বাজেট ঘোষণায় আরও জানানো হয়েছে, দেরিতে পিএফ-এর টাকা জমা করলে টাকা যাবে না। সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। মহিলারাও এই সুবিধা পাবেন। নাইট শিফটে কাজ করতে পারবেন মহিলারা। এছাড়াও, এ দিন স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। এ মধ্যে কোভিড-১৯ প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =