SEBI-Adani যোগ? এবার সেবি প্রধানকে সংসদীয় কমিটির তলব!

নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর ব্যবসায় অংশদারিত্ব সঙ্গে মোটা অঙ্কের বেতন, এই দুই অভিযোগে এবার সেবির চেয়ার পার্সন মাধবী পুরী বুচকে তলব করতে চলছে পার্লামেন্টের সংসদীয় কমিটি৷…

SEBI-Adani link SEBI chairperson summoned

নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর ব্যবসায় অংশদারিত্ব সঙ্গে মোটা অঙ্কের বেতন, এই দুই অভিযোগে এবার সেবির চেয়ার পার্সন মাধবী পুরী বুচকে তলব করতে চলছে পার্লামেন্টের সংসদীয় কমিটি৷ কংগ্রেসের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নিতে চলেছে সংসদীয় কমিটি৷ (SEBI chairperson summoned, SEBI-Adani link)

সেবি প্রধানের আদানি গোষ্ঠীর ব্যবসায় অংশদারিত্ব!

পিএসি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি তলব করা হতে পারে মাধবীকে৷ জানা গিয়েছে, সেবি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ আগামী ১০ সেপ্টেম্বর কমিটির পরবর্তী বৈঠক৷ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগো পালের নেতৃত্বাধীন পিএসি সেই বৈঠকে মাধবীকে না ডাকলেও পরবর্তীকালে তাঁকে তলব করতে পারে বলে খবর৷

হিন্ডেনবার্গ রিপোর্টে পর্দাফাঁস

কংগ্রেস সেবি প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনে যে, সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্টে আদানিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আনা হলেও সেবি চেয়ারপার্সনের স্বার্থসিদ্ধির জন্য আদানিদের ক্লিনচিট দেওয়া হয়৷  কংগ্রেসের আরও অভিযোগ, সেবির চেয়ারপার্সন থাকাকালীনও আদানিদের শেল কোম্পানিতে অংশীদারিত্ব ছিল মাধবীর৷ তাঁর স্বামীরও অংশিদারিত্ব ছিল আদানিদের শেল কোম্পানিতে৷

একের পর এক দুর্নীতির অভিযোগ!

এখানেই শেষ নয়, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটি টাকার বেশি বেতন গ্রহণ করেছেন মাধবী পুরি৷ কংগ্রেস আবার সেবি প্রধানের নিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলে বলেছে, মাধবীর সম্পর্কে সব জানা সত্বেও তাঁকে নিয়োগ করে কেন্দ্র৷ এবার দেখার, এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদতে কোনও ব্যবস্থা নেওয়া নয় কি না৷

আরও পড়ুন-

গণেশকে ২০কেজি সোনার মুকুট গড়িয়ে দিলেন আম্বানিপুত্র

এশিয়ার সবচেয়ে ধনী ভারতীয় এই গ্রামের নাম জানেন? 

এবার কি ২৩ হাজারে পৌঁছবে NIFTY? প্রভাব কোন কোন সেক্টরে?

আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব! কেন্দ্রকে নিশানা বিরোধীদের

Business: The Chairperson of SEBI, Madhabi Puri Buch, is set to face a parliamentary panel over allegations of conflict of interest related to the Adani Group. The Congress party has accused her of favoring the conglomerate. SEBI chairperson summoned. Adani-SEBI link.