বাজারে সমস্ত লেনদেন বন্ধ! বিজয় মাল্যর উপর ৩ বছরের নিষেধাজ্ঞা

দিল্লি: সেবি অর্থাৎ স্টক মার্কেট রেগুলেটর সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি শিল্পপতি বিজয় মাল্যর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের সিকিউরিটিজ বাজারে বিজয় মাল্য আগামী…

দিল্লি: সেবি অর্থাৎ স্টক মার্কেট রেগুলেটর সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি শিল্পপতি বিজয় মাল্যর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভারতের সিকিউরিটিজ বাজারে বিজয় মাল্য আগামী ৩ বছরের জন্য আর কোনও লেনদেন করতে পারবেন না। শেয়ার বাজারে কেনা-বেচা করতে পারবেন না। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই কোনও বেচা-কেনা করতে পারবেন না তিনি। সিকিউরিটিজ বাজারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করল সেবি। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী তিন বছরের জন্য।

সেবি তদন্ত করে দেখেছে যে বিজয় মাল্য পরোক্ষাভাবে তাঁর নিজের গ্রুপ কোম্পানির শেয়ারে লেনদেন করেছেন। সেবির চিফ জেনারেল ম্যানেজার অনিতা অনুপ তাঁর নির্দেশিকায় জানিয়েছেন, ‘সমস্ত তথ্য ও প্রমাণ দেখার পর আমি কোনও দ্বিধা ছাড়াই এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে বিজয় মাল্য তাঁর নিজের গ্রুপের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে FII রেগুলেটরি কাঠামো লঙ্ঘন করেছেন। এমনকী তিনি প্রতারণামূলক চুক্তিতে জড়িত যা কিনা বাজারের সমস্ত বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।

সেবি তদন্তের মাধ্যমে সন্ধান পেয়েছে যে, বিজয় মাল্য হারবার্টসন এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের শেয়ারে ব্যবসার এক নতুন উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি ইউবিএসে বেসাইড, সানকোস্ট এবং বার্চ উড নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এই তিন সংস্থা বিজয় মাল্যর কাছে ৬.১৫ ডলার স্থানান্তর করেছে। মূলত এই টাকাটা এসেছিল ভেঞ্চার নিউ হোল্ডিং লিমিটেডের কাছে আর এই সংস্থার মালিক ছিলেন বিজয় মাল্য।