FD-তে প্রায় 9 শতাংশ সুদ! দ্রুত খাতা খুলুন এই ব্যঙ্কে

কলকাতা: ভারতের ব্যাঙ্কিং খাতের একটি পরিচিত নাম হল SBM ব্যাঙ্ক ইন্ডিয়া৷ আর সম্প্রতি SBM ব্যাঙ্ক ইন্ডিয়া তার অফার করা ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধি…

কলকাতা: ভারতের ব্যাঙ্কিং খাতের একটি পরিচিত নাম হল SBM ব্যাঙ্ক ইন্ডিয়া৷ আর সম্প্রতি SBM ব্যাঙ্ক ইন্ডিয়া তার অফার করা ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে৷ এই ব্যাঙ্ক বর্তমানে ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে 4.25 শতাংশ থেকে 8.90 শতাংশ হারে সুদ অফার করছে৷ ব্যাঙ্ক এখন তার গ্রাহকদের সব থেকে বেশি 8.90 শতাংশ সুদের হার অফার করছে৷ তাই আপনিও চাইলে খাতা খুলতে পারেন এই ব্যাঙ্কে৷

আর একটু বিস্তারিত বললে ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে ১৮১ দিন থেকে ১ বছরের মেয়াদে 6.55 শতাংশ সুদের হার অফার করছে। SBM ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমে ১ বছর থেকে ৩৮৯ দিনের মেয়াদে 7.05 শতাংশ সুদের হার অফার করছে। ৩৯০ দিনের মেয়াদে 6.50 শতাংশ সুদের হার অফার করছে। ৩৯১ দিন থেকে ১৫ মাসের মেয়াদে SBM ব্যাঙ্ক 8.10 শতাংশ সুদের হার অফার করছে। SBM ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩ বছর ২ দিন থেকে ৫ বছরের মেয়াদে 7.40 শতাংশ সুদের হার অফার করছে। সিনিয়র সিটিজেনরা 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়েছে।