ভোটের বাজারে বড় ঘোষণা SBI-এর, আজ থেকেই কার্যকর

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক ০.২৫ শতাংশ রেপো রেট কমানোয় এবার গৃহ ঋণে সুদ কমাল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই। ৩০ লক্ষ পর্যন্ত গৃহঋণে ১০ বেসিস পয়েন্ট সুদ কমেছে। এছাড়া এক বছরের এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। আজ ১০ এপ্রিল থেকে এই হার কার্যকর হবে। ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, এমসিএলআর ৮.৫৫ শতাংশ থেকে কমে ৮.৫ শতাংশ

3 stocks recomended

ভোটের বাজারে বড় ঘোষণা SBI-এর, আজ থেকেই কার্যকর

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক ০.২৫ শতাংশ রেপো রেট কমানোয় এবার গৃহ ঋণে সুদ কমাল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই। ৩০ লক্ষ পর্যন্ত গৃহঋণে ১০ বেসিস পয়েন্ট সুদ কমেছে। এছাড়া এক বছরের এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। আজ ১০ এপ্রিল থেকে এই হার কার্যকর হবে। ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, এমসিএলআর ৮.৫৫ শতাংশ থেকে কমে ৮.৫ শতাংশ হবে। এর আগে ২০১৭ সালে ৫ বেসিস পয়েন্ট এমসিএলআর কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক।

গত ৪ এপ্রিল সুদের হার কমায় RBI৷ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের তরফে৷ রেপ রেট কমায় গৃহ ও গাড়ি ঋণে ছাড় মিলতে পারে বলে আগেই প্রতিবাদেন প্রকাশ করে জানানো হয়েছে৷ নতুন অর্থবছর শুরু হওয়ার পর প্রথম বৃহস্পতিবারে সাংবাদিক বৈঠক করে রেপো রেট কমানোর কথা জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। জানান, রেপো রেট ০.২৫ বেস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করা হল৷ গত ৭ ফেব্রুয়ারি আরবিআইয়ের তরফে ০.২৫ শতাংশ কমে রেপো রেট কমিয়ে ৬.২৫ শতাংশ রাখা হয়৷ এবার ভোটের মুখে আরও খানিকটা রেপো রেট কমায় রিজার্ভ ব্যাঙ্ক৷ রেপো রেট কমায় আজ, SBI এর তরফে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷

রেপো রেট কমায় এখন থেকে ৬ শতাংশ হারে অন্য ব্যাংকে টাকা ধার দেবে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৯-২০ আর্থিক বর্ষের মধ্যে এটা আরবিআইয়ের প্রথম সুদ নীতি। নতুন গর্ভনর শক্তিকান্ত দাসের আমলে দ্বিতীয় ঋণ নীতি। গত বছরের জানুয়ারি থেকে রেপো রেট ৮ শতাংশই রেখে দিয়েছে শীর্ষ ব্যাংক। মূল্যবৃদ্ধি কমতে থাকায় বেশ কিছু দিন ধরেই বেঞ্চমার্ক সুদ কমানোর জন্য চাপ বাড়ছিল শীর্ষ ব্যাংকের উপর। ব্যাংক ও শিল্পমহলের সঙ্গে চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারও। পরে, রেপো রেটও ০.২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই সিদ্ধান্তের ফলে বাজারে টাকার যোগান বাড়বে বলে দাবি করেছে শীর্ষ ব্যাঙ্ক। রিডার্ভ ব্যাংকের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যাশার চেয়ে আপাতত অনেক নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =