নয়াদিল্লি: ফের গ্রাহকদের বিরম্বনায় ফেলল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ এই নিয়ে টানা পাঁচবার স্বল্প সঞ্চয় সুদের হার কমিয়ে তলানীতে পৌঁছাল এসবিআই৷ সুদের হার কমতেই চূড়ান্ত বিপাকে কয়েক লক্ষ গ্রাহক৷
এসবিআইয়ের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন টার্ম ডিপোজিটে অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷ ১ বছর মেয়াদী এমসিএলআরে সুদের হার বার্ষিক ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে৷ আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই হার কার্যকর করা হবে বলে এসবিআইয়ের তরফেই জানানো হয়েছে৷
একই সঙ্গে ছয় মাসের এমপিসি সঞ্চয় সুদের হার কমানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট৷ এই মুহূর্তে তা নেমে দাঁড়িয়েছে ৫.৪০ শতাংশে৷ এনএএফ সঞ্চয় প্রকল্প ৩৫ পয়েন্ট কমানো হয়েছে৷ ৫.৭৫ শতাংশ থেকে কমিয়ে এখন করা হয়েছে ৫.৪০ শতাংশে৷ এমএসএফে এই মুহূর্তে সুদের হার দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশে৷ নয়া এই হার আগামীকাল থেকেই কার্যকর করবে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে৷
নয়া ব্যবস্থা কার্যকর হলে গৃহঋণে সুদের হারে স্বস্তি মিললেও ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে ক্ষেত্রে সুদের হার কমায় চূড়ান্ত সমস্যায় পড়বেন প্রবীণ নাগরিকদের থেকে শুরু করে সাধারণ গ্রাহকরাও৷
অন্যদিকে, গাড়ি-বাড়ি ঋণে সুদের হার নির্ধারণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ রেপো রেটের উপর নির্ভর করবে সুদের হারের ধরন৷ রেপো রেট কমলে সুদের হার কমবে৷ রেপো বাড়বে বাড়বে সুদের হার৷ আগামী ১ অক্টোবর থেকে নয় এই ঋণ ব্যবস্থা কার্যকর করতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ নয় এই ব্যবস্থায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
State Bank of India (SBI) has announced a reduction in its Marginal Cost of Funds-based Lending Rate (MCLR) by 10 basis points (bps) across all tenors. The 1 Year MCLR would come down to 8.15% p.a. from 8.25% p.a. with effect from 10 September, 2019. pic.twitter.com/f9yJOBigM6
— ANI (@ANI) September 9, 2019
প্রতি তিন মাস অন্তর রেপো রেটের হার নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক৷ দেশের আর্থিক মন্দার রুখতে ইতিমধ্যেই রেপো রেট কমানোর পথে হেঁটেছে রিজার্ভ ব্যাংক৷ রিজার্ভ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে হারে সুদ দিয়ে থাকে, সেটাকে বলা হয় রেপো৷ ফলে রেপো রেট কমলে আরবিআইকে কম সুদ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে৷ সুদ কম গুনতে হলে লাভ বেশি হয় বাণিজ্যিক ব্যাংকগুলির৷ ফলে, আইবিআই চাইছে, রেপো রেটের উপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংকগুলিও তাদের গ্রাহকদের সুদের হার নির্ধারণ করুক৷
ইতিমধ্যেই এসবিআইয়ের তরফেও এহেন প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে৷ এসবিআই তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংক যে হারে রেপো রেট ঘোষণা করবে সেই হারে পরবর্তী সুদের হার নির্ধারণ করবে এসবিআই৷ রেপো রেট কমলে, কমবে সুদের হার৷ রেপো বাড়লে সুদের হারও বাড়বে৷ এই সিদ্ধান্ত কার্যকর হলে গাড়ি-বাড়ি ঋণে সুদের হার ওঠানামা করবে৷ ফলে যারা প্রভাব ইএমআইয়ের উপর পড়বে৷ এই ব্যবস্থায় খারাপ-ভাল দু’টি দিক থাকছে৷
এই ব্যবস্থায় সব থেকে বেশি প্রভাবিত হবেন ব্যবসায়ীরা৷ কেননা, ব্যবসায়ীরা ওডি ও সিসি ঋণ ব্যবহার করে থাকেন৷ ফলে এ ক্ষেত্রেও সেই সুদের হারও ওঠানামা করতে পারে৷ ব্যাংকে জমানো আমানতের সুদের হারও তিন মাস অন্তর অন্তর নির্ধারণ করা হতে পারে বলেও খবর৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে সুদের উপর নির্ভরশীল প্রবীণ ব্যক্তিদের চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন বলে তৈরি হয়েছে আশঙ্কা৷
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে রেপো কমিয়েছে রিজার্ভ ব্যাংক৷ এই মুহূর্তে রিপোর্টের হার ৮ শতাংশ থেকে নেমে ৫.৭৫ শতাংশের নীচে অসেছে ঠেকেছে৷ তবে, অভিযোগ রেপো কমলেও সুদের হার কমাচ্ছে না ব্যাঙ্ক৷ ফলে এই ধরনের ব্যাঙ্কগুলির যথেচ্ছাচার যাতে বন্ধ করা যায় সেই দিকেই নজর রেখে এবার রেপো রেটের উপর সরাসরি ব্যাংকের সুদের হার নির্ধারণ করার পক্ষে সওয়াল করতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক৷