ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিচ্ছে এসবিআই!

নয়াদিল্লি: ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিতে চলেছে এসবিআই৷ দেশজুড়ে এই মুহূর্তে ৯০ কোটি ডেবিট কার্ড গ্রাহক রয়েছেন৷ একটি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমারের দাবি, তাঁরা অদূর ভবিষ্যতে ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিতে পারেন৷ বাজারে কাঁচা টাকা লেনদেন রুখতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছেন তিনি৷ তবে কবে থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে, ডেবিট কার্ড তুলে

3 stocks recomended

ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিচ্ছে এসবিআই!

নয়াদিল্লি: ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিতে চলেছে এসবিআই৷ দেশজুড়ে এই মুহূর্তে ৯০ কোটি ডেবিট কার্ড গ্রাহক রয়েছেন৷  একটি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমারের দাবি, তাঁরা অদূর ভবিষ্যতে ডেবিট কার্ড ব্যবস্থা তুলে দিতে পারেন৷ বাজারে কাঁচা টাকা লেনদেন রুখতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছেন তিনি৷

তবে কবে থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে, ডেবিট কার্ড তুলে দেওয়ার পর গ্রাহকদের কীভাবে টাকা তুলবেন? কীভাবে লেনদেন হবে? তা নিয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাতে পারেননি চেয়ারম্যান৷ যদিও এসবিআই কর্তৃপক্ষের দাবি, যেহেতু স্মার্টফোন গ্রাহকদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে, ফলে অনলাইন লেদনেদ ও ক্যাশলেস ট্রানজাকশনের উপর বেশি গুরুত্ব দিতে চলেছে এসবিআই৷ আর তার জেরেই ডেবিট কার্ড তুলে দিয়ে এটিএম থেকে টাকা তোলা যে প্রবণতা বাজারে রয়েছে তা কার্যত স্থগিত রাখার পথেই হাঁটতে চলেছে এসবিআই৷ তবে, এই ব্যবস্থা কার্যকর হলে গ্রাহকরা চূড়ান্ত সমস্যায় পড়তে পারেন বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

আগেও এসবিআই গৃহ ঋণের সুদের হার বেশ খানিকটা কমিয়েছে৷ এই মুহূর্তে গৃহঋণে ৮.২৫ শতাংশ রয়েছে৷ কিন্তু, এখন তা কমিয়েছে করা হয়েছে ৮.০৫ শতাংশ৷ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নয়া হার কার্যকর হবে বলে সবিআইয়ের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =