স্টেট ব্যাঙ্ক বা পোস্ট অফিস FD করলে লাভ কোথায় বেশি?

কলকাতা: SBI না পোস্ট অফিস 5 বছর ফিক্সড ডিপোজিট করলে কোথায় বেশি লাভ হয় জানেন? ব্যাঙ্ক ও পোস্ট অফিস দু’জায়গাতেই রয়েছে এফডিতে লগ্নির সুযোগ৷ কোনও…

কলকাতা: SBI না পোস্ট অফিস 5 বছর ফিক্সড ডিপোজিট করলে কোথায় বেশি লাভ হয় জানেন? ব্যাঙ্ক ও পোস্ট অফিস দু’জায়গাতেই রয়েছে এফডিতে লগ্নির সুযোগ৷

কোনও গ্রাহক যদি স্টেট ব্যাঙ্কের এফডিতে 5 বছরের জন্য 2 লাখ টাকা লগ্নি করেন তা হলে মেয়াদ শেষে৷ সুদ বাবদ প্রায় 80 হাজার টাকা পাবেন তিনি৷ সেক্ষেত্রে তাঁর এফডির ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 2 লাখ 79 হাজার টাকা৷ পোস্ট অফিসের ক্ষেত্রে 1 থেকে 5 বছরের এফডিতে 6.90 থেকে 7.50 শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক ফলে ডাকঘরে 5 বছরের জন্য কেউ 2 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে মেয়াদ শেষে পাবেন 89,900 টাকা৷ ম্যাচুয়িরিটি ভ্যালু দাঁড়াবে 2 লাখ 89 হাজার 990 টাকা৷ বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *