FD-র উপর সুদের হার কমাল SBI, দেখুন তালিকা

কলকাতা: মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের চূড়ান্ত সমস্যায় ফেলে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বেশ খানিকটা কমাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ প্রবীণ নাগরিকদের জন্য যে বাড়তি সুদ দেওয়া হত, সেখানেও কোপ বসানোর সিদ্ধান্ত এসবিআইয়ের৷ আগামী পয়লা আগস্ট থেকে কার্যক হবে নয়া সুদের হার৷ জানা গিয়েছে, সাত দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার

3 stocks recomended

FD-র উপর সুদের হার কমাল SBI, দেখুন তালিকা

কলকাতা: মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের চূড়ান্ত সমস্যায় ফেলে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বেশ খানিকটা কমাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ প্রবীণ নাগরিকদের জন্য যে বাড়তি সুদ দেওয়া হত, সেখানেও কোপ বসানোর সিদ্ধান্ত এসবিআইয়ের৷ আগামী পয়লা আগস্ট থেকে কার্যক হবে নয়া সুদের হার৷

জানা গিয়েছে, সাত দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পয়লা আগস্ট থেকে নয় সুদের হার কার্যকর হবে৷ ফিক্সড ডিপোজিটের সুদের হার কমায় চূড়ান্ত অসুবিধায় পড়বেন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরাও৷ দশমিক পাঁচ থেকে দশমিক ৭৫ শতাংশ কমছে সুদ৷

গত পয়লা মে থেকে কয়েকটি নিয়মে পরিবর্তন আনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে  এক লাখ টাকা বা তার বেশি রয়েছে সঞ্চয় আছে, এমন অ্যাকাউন্টের উপর সুদের হার কমিয়েছে এসবিআই৷ আগে এ ধরনের অ্যাকাউন্টে সুদ পাওয়া যেত ৩.২৫ শতাংশ৷ এখন সেটা কমে হয়েছে ২.৭৫ শতাংশ। এপ্রিল মাসের গোড়ার দিকে রেপো রেট কমিয়ে দেয় আরবিআই। আগে রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ। এখন তা কমে হয়েছে ৬ শতাংশ৷

FD-র উপর সুদের হার কমাল SBI, দেখুন তালিকা

এসবিআইয়ের নতুন নিয়ম সম্পর্কে কয়েকটি তথ্য:

FD-র উপর সুদের হার কমাল SBI, দেখুন তালিকাস্বল্পমেয়াদি ঋণ ও সেভিংস আকাউন্টের সুদের হার কী হবে তা এখন থেকে রেপো রেটের সঙ্গে তাল মিলিয়ে চলবে৷ ব্যাংকের ব্যালেন্স শিট যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্তের কথা হেঁটেছে এসবিআই৷ ১ লাখ টাকার কম রাখলে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ হারে৷ ব্যাংকের তরফে আগেই বলা হয়েছিল, সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার কম থাকবে বা এক লক্ষ টাকার কম ঋণ নেওয়া থাকলে তার সঙ্গে রেপো রেটের যোগাযোগ থাকবে না৷ তার মানে রেপো রেট বাড়া বা কমার সঙ্গে সুদের হার ওঠা পড়া করবে না৷ কিন্তু, তা পরিবর্তন হতে চলেছে৷ ৩০ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে এখন ৮.৬০ থেকে ৮. ৯০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয় এখন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =