নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে ক্রমাগত ধীর গতি৷ অর্থনীতির সব সূচকেই তার প্রমাণ মিলেছে৷ তবে আগামী দিনে এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে এবার আশঙ্কা প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক৷
রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবছরে জিডিপি-তে বৃদ্ধির হার ৬.৭১ থেকে ৫শতাংশ কমিয়ে এনেছে এসবিআই৷ মঙ্গলবার এই ব্যাঙ্কের সমীক্ষা শাখা ইকনমিক রিসার্চ ডিপার্টমেন্টের সমীক্ষার রিপোর্ট অনুসারে স্টেট ব্যাঙ্কের বিশেষজ্ঞরা মনে করছেন করছেন, কোর সেক্টরের ধীর গতি, অটোমোবাইল বিক্রি কমে যাওয়ার ফলে নির্মাণ ও পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগে কমে যাবে৷ ফলত চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার প্রথম ত্রৈমাসিক হার ৫শতাংশ থেকে কমে ৪.২ শতাংশ হবে৷ বিগত ছয়বছরে যা সর্বনিম্ন৷ এর আগে এডিবি, আইএমএফ, বিশ্বব্যাংক সহ আরবিআইয়ের সমীক্ষায় দেশের আর্থিক বৃদ্ধির হার অনুমানের তুলনায় কম দেখিয়েছিল৷ আর্থিক বৃদ্ধির নিম্নগতির চিত্র তুলে ধরতে গতবছরের সঙ্গে ৩৩ টি সূচকের তুলনা করেছেন৷
সেখানে দেখা যাচ্ছে ২০১৮-র অক্টোবরে সূচকের ঊর্ধ্বমুখী হার যেখানে ৮৫ শতাংশ ছিল এবছর সেপ্টেম্বরে তার কমে দাঁড়িয়েছে ১৭শতাংশ৷ এদিকে পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও কমাতে পারে বলে জানিয়েছে৷ এর আগে পরপর ৫বার সুদের হার কমিয়েছে আরবিআই৷ তবে এভাবে পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব নয় বরং এর ফলে দেশের আর্থিক ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে বলেই মনে করছে স্টেট ব্যাঙ্ক৷ যদিও এর কারণ হিসেবে শুধু দেশের আর্থিক নীতি না, বিশ্ব বাজারে আর্থিক মন্দাকেও দায়ী করেছে এসবিআই-এর ইকনমিক রিসার্চ ডিপার্টমেন্টে৷