Aajbikel

ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার, নয়া নিয়মে ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

 | 
ফিক্সড ডিপোজিট

নয়াদিল্লি:  ব্যাঙ্কে স্থায়ী আমানত আছে৷ তাহলে সুখবর৷ প্রায় দু’মাস পরে আবারও স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। বুধবার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে, নয়া কর্মসূচিতে স্থায়ী আমানতের (এফডি) উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) অর্থাৎ ২.৫ শতাংশ পর্যন্ত  বাড়বে।

আরও পড়ুন- ৪০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস, ভারত থেকে ব্যবসা গোটানোর মুখে 'টিকটক'

নয়া ব্যবস্থায় ৪০০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার হবে ৭.১ শতাংশ। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বুধবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকেই এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত তা বহাল থাকবে। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রেই এই নয়া সুদের হার প্রযোজ্য হবে।

গত ১৩ ডিসেম্বর নির্বাচিত কিছু স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছিল এসবিআই৷ মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বর্তমান পরিস্থিতি ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে স্টেট ব্যাঙ্কের এই নয়া কর্মসূচি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, আদানি গোষ্ঠী নিয়ে বিতর্কের আবহেই চলতি মাসের গোড়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই। সেটাই যেন প্রমাণিত হয়ে গেল৷

Around The Web

Trending News

You May like