গ্রাহকদের বড়সড় সুখবর শোনাল SBI

নয়াদিল্লি: পয়লা জুলাই থেকে ছাড় ঘোষণার বিজ্ঞপ্তি জারি হওয়ার ১২ দিনের মাথায় গ্রাহকদের স্বস্তি দিল দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাংকের তরফে সম্প্রতি এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ব্যাংকগুলির অনলাইনে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ও ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এনইএফটির ক্ষেত্রে মাসুল তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক৷ গত পয়লা

imagesmissing

গ্রাহকদের বড়সড় সুখবর শোনাল SBI

নয়াদিল্লি: পয়লা জুলাই থেকে ছাড় ঘোষণার বিজ্ঞপ্তি জারি হওয়ার ১২ দিনের মাথায় গ্রাহকদের স্বস্তি দিল দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাংকের তরফে সম্প্রতি এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ব্যাংকগুলির অনলাইনে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ও ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এনইএফটির ক্ষেত্রে মাসুল তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক৷ গত পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে৷ এবার, গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে নয়া ঘোষণা এসবিআই কর্তৃপক্ষের৷

রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে এসবিআই এনইএফটি, আরটিজিএস, আইএমপিএসের চার্জ প্রত্যাহার করের বিজ্ঞপ্তি জারি করেছে৷  এতদিন লেনদেনের অঙ্ক বুঝে প্রতি এনইএফটির ক্ষেত্রে ১ থেকে ৫ টাকা ও আরটিজিএসের ক্ষেত্রে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত চার্জ নিত এসবিআই৷ দিনে ২ লক্ষ টাকা পর্যন্ত অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এনইএফটি৷ যেখানে এর থেকে বড় অঙ্কের টাকা তৎক্ষণাৎ পাঠানোর কাজে লাগানো হয় আরটিজিএস পদ্ধতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *