উৎসবে আগেই গাড়ি-বাড়ি, সোনার ঋণে সুদ কমাল SBI

উৎসবে আগেই গাড়ি-বাড়ি, সোনার ঋণে সুদ কমাল SBI

3 stocks recomended

নয়াদিল্লি: উৎসবে মরশুমে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড়সড় উপহার ঘোষণা করেছে৷ সে স্বপ্নের বাড়ি কিংবা গাড়ি, সোনার ঋণের উপর সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক৷ ঋণের আবেদন মঞ্জুর করার জন্য নেওয়া  প্রসেসিং ফিও মকুব করা হচ্ছে৷ বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক৷

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ঋণের অঙ্ক ও আবেদনকারীর ঋণ গ্রহণ, তা পরিশোধে কতটা সুদের হারে ছাড় দেওয়া হবে, তা নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর৷ বাড়ি-গাড়ি ও সোনার ঋণের ক্ষেত্রে ছাড় দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও আবেদনে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷ স্টেট ব্যাঙ্ক নিজস্ব অ্যাপেও সংস্কার হয়েছে৷ ওই অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেনে বেশ কিছু ছাড় ঘোষণা করা হয়েছে৷ বাড়ি, গাড়ি, সোনার ঋণের ক্ষেত্রেও মিলছে ছাড়া৷ গোল্ড লোনের অন্তত ৩৬ মাসের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে৷ পার্সোনাল লোনেও বিশেষ ছাড় ঘোষণা করেছে৷ মাত্র ৯.৬ শতাংশ হারে পার্সোনাল লোনের সুদ ধার্য করা হয়েছে৷ গাড়ি কেনার ক্ষেত্রে ১০০ শতাংশ ঋণ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =