ATM থেকে টাকা তোলার নিয়ে বড় ঘোষণা SBI-এর

নয়াদিল্লি: গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল SBI৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, এখন থেকে এটিএম থেকে মাসে প্রথম পাঁচবার টাকা তোলার ক্ষেত্রে কোনও রকম অতিরিক্ত অর্থ খবর করতে হবে না গ্রাহকদের৷ তবে, পাঁচ বারের বেশি হবে টাকা গুনতে হবে গ্রাহকদের৷ তবে এক্ষেত্র রয়েছে ছাড়৷ গ্রাহককে অ্যাকাউন্ট প্রতি মাসে গড়ে ২৫ হাজার টাকার বেশি

3 stocks recomended

ATM থেকে টাকা তোলার নিয়ে বড় ঘোষণা SBI-এর

নয়াদিল্লি: গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল SBI৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, এখন থেকে এটিএম থেকে মাসে প্রথম পাঁচবার টাকা তোলার ক্ষেত্রে কোনও রকম অতিরিক্ত অর্থ খবর করতে হবে না গ্রাহকদের৷ তবে, পাঁচ বারের বেশি হবে টাকা গুনতে হবে গ্রাহকদের৷ তবে এক্ষেত্র রয়েছে ছাড়৷ গ্রাহককে অ্যাকাউন্ট প্রতি মাসে গড়ে ২৫ হাজার টাকার বেশি ব্যালান্স রাখতে থাকলে কোনও বাড়তি চার্জ লাগবে না বলে জানিয়েছে SBI৷ এতদিন টাকা তোলার জন্য গ্রাহকের এলাকা অনুযায়ী ৫ টাকা ও তারও বেশি চার্জ দিতে হত৷ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে মাসে এসবিআই এটিএম থেকে ৫ বার ও অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বার বিনা চার্জে টাকা তোলা যায়। এটা মেট্রো সিটির ক্ষেত্রে প্রযোজ্য। আর নন মেট্রো সিটিতে মাসে এসবিআই এটিএম থেকে ৫ বার ও অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার বিনা চার্জে টাকা তোলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =