মাত্র ৫০০ টাকায় বড় সঞ্চয় প্রকল্পের ঘোষণা SBI-এর

নয়াদিল্লি: গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প নিয়ে এন এসবিআই৷ উচ্চ সুদের হার, মেয়াদ শেষ হওয়ার টাকা তোলার সুবিধা-সহ আয় কর ছাড় দেওয়ার মতো আকর্ষণীয় ‘ফ্লেক্সি ডিপোজিট স্কিমে’র ঘোষণা এসবিআইয়ের৷ কী থাকছে নয়া এই সঞ্চয় প্রকল্পে? নয়া এই ‘ফ্লেক্সি ডিপোজিট স্কিমে’ প্রতি মাসে নির্দিষ্ট কোনও টাকা জমা করাতেই হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই৷

3 stocks recomended

মাত্র ৫০০ টাকায় বড় সঞ্চয় প্রকল্পের ঘোষণা SBI-এর

নয়াদিল্লি: গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প নিয়ে এন এসবিআই৷ উচ্চ সুদের হার, মেয়াদ শেষ হওয়ার টাকা তোলার সুবিধা-সহ আয় কর ছাড় দেওয়ার মতো আকর্ষণীয় ‘ফ্লেক্সি ডিপোজিট স্কিমে’র ঘোষণা এসবিআইয়ের৷

কী থাকছে নয়া এই সঞ্চয় প্রকল্পে? নয়া এই ‘ফ্লেক্সি ডিপোজিট স্কিমে’ প্রতি মাসে নির্দিষ্ট কোনও টাকা জমা করাতেই হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই৷ তবে, ন্যূনতম ৫০০ টাকা জমা করালেই চলবে৷ এসবিআইয়ের যে কোনও শাখায় থেকে এই সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট খোলা যাবে৷

কী শর্ত রয়েছে এই সঞ্চয়ে? অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা জমা করাতে হবে৷ কমপক্ষে বছরে ৫ হাজার টাকা জমা করাতে হবে৷ সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা করানো যাবে৷ মাসের যে কোনও সময়ে যতবার খুশি টাকা জমানো যাবে৷

কত বছরের মেয়াদ থাকবে এই সঞ্চয় প্রকল্পে? ৫ বছর থেকে সর্বাধিক ৭ বছর মেয়াদে টাকা রাখা যাবে৷

সুদের হার কত? এফডি বা স্থায়ী আমানতের অনুপাতে মিলবে সুদ৷ সাধারণের জন্য ৬.২৫ শতাংশ ও প্রবীণদের জন্য ৬.৭৫ শতাংশ হারে বছরে সুদ পাওয়া যাবে৷

প্রয়োজনে টাকা তোলা যাবে? এসবিআই জানিয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নেওয়া যাবে৷ মেয়াদ শেষেরআগে ৫ লক্ষ টাকা তুলে নিলে ০.৫০ শতাংশ জরিমানা দিতে হবে৷ ৫ লক্ষের বেশি হলে সেই জরিমানা বেড়ে দাঁড়াবে ১ শতাংশ৷ আবেদনের ৭ দিনের মধ্যে সুদ-সহ টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে৷

আয়কর ছাড়া কি পাওয়া যাবে? টিডিএস বিধি এখানে কার্যকর হবে৷ কর ছাড়ের জন্য আমানতকারীকে 15G/H ফর্ম জমা দিতে হয়৷ তবেই পাওয়া যাবে ছাড়৷ আরও বিস্তারিত জানতে সরাসরি ব্যাংকে যোগাযোগ করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =