নয়াদিল্লি: ২০১৯-২০ আর্থিক বর্ষে কোনও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে গত তিনটি অর্থবর্ষে সমীক্ষা অনুযায়ী ২০০০ টাকার নোটের সার্কুলেশন ক্রমশ নিচের দিকে পড়েছে। তাই ২০১৯-২০ অর্থবর্ষে ২০০০ টাকার কোনও নোট না ছাপানোর সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে ২০০০ টাকার নোটের সার্কুলেশন যেমন পড়েছে তেমনি বেড়েছে ৫০০ ও ২০০ টাকার নোটের সার্কুলেশন। পরিসংখ্যান দেখলে দেখা যাবে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত ২০০০ টাকার নোটের সার্কুলেশন ছিল ২৭ হাজার ৩৯৮ লক্ষ। ২০১৯ সালে তা ছিল ৩২ হাজার ৯১০ লক্ষ এবং ২০১৮ সালে তা ছিল ৩৩ হাজার ৬২৩ লক্ষ। এ বছরের মার্চ মাস পর্যন্ত বাজারে মাত্র ২.৮৮ শতাংশ ২০০০ টাকার নোট ছিল বলে আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে। ২০১৯ সালে এটি ছিল ২ শতাংশ এবং ২০১৮ সালে তা ৩.৩ শতাংশের আশপাশে ছিল।
আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ২০১৯-২০ অর্থবর্ষে নতুন করে ২০০০ টাকার নোট ছাপানো নিয়ে সরকারি কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে ১০, ২০, ৫০, ১০০ ও ২০০ টাকার নোট ছাপানো নিয়ে সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল। আরবিআইয়ের রিপোর্টে জানানো হয়েছে যে গত অর্থ বছরে সব মিলিয়ে ২ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার হয়েছে। তারও আগের অর্থ বছরের তার পরিমাণ ছিল বেশি। নোটবন্দির পরে যে নতুন ১০, ২০, ৫০, ২০০ ও ৫০০ টাকার নোট বেরিয়েছিল, তাতে জল হয়েছে বেশি। এর মধ্যে ১০ টাকার নোট জাল হয়েছে ১৪৪ শতাংশের বেশি। ৫০ টাকার নোট জাল হয়েছে ২৮.৭ শতাংশ, ২০০ টাকার নোট ১৫১.২০ শতাংশ এবং ৫০০ টাকার নোট ৩৭.৫ শতাংশ জাল হয়েছে। তবে ২০০০ টাকার নোট জাল হয়নি যে, তা নয়। ২০০০ টাকার নোট গত অর্থেবছরে জাল হয়েছে ৩৭.৭ শতাংশ।