বাড়তে চলেছে বাড়ি-গাড়িতে সুদের হার! রেপো রেট বাড়াল RBI

বাড়তে চলেছে বাড়ি-গাড়িতে সুদের হার! রেপো রেট বাড়াল RBI

3 stocks recomended

নয়াদিল্লি:  সম্ভাবনা ছিলই। সেই মতোই বাড়ল রেপো রেট। ফলে বাড়তে চলেছে বাড়ি, গাড়িতে সুদের হার তথা মাসিক কিস্তির অঙ্কও। 

আরও পড়ুন- ৬০ তম জন্মদিনে ৬০ হাজার কোটি দান! ফোর্বসের সেরা ‘পরোপকারীর’ তালিকায় এবার আদানি

চলতি সপ্তাহের সোমবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর  শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি (MPC) দ্বি-মাসিক নীতি পর্যালোচনা শুরু করেন। বুধবার মানিটারি পলিসি ঘোষণা করার সময় শক্তিকান্ত দাস বলেন, রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এই নিয়ে পঞ্চমবার রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট ৬.২৫% করা হয়েছে। এটি তাত্ক্ষণিকভাবে প্রযোজ্য।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ঋণ দেয় তাকে রেপো রেট বলে। রেপো রেট বাড়ার অর্থ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি হারে সুদ গুণতে হবে। ফলে স্বাভাবিক ভাবেই বাড়ি, গাড়ি ও ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দেবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি।