১১০ থেকে সোজা ৩ টাকা! দেউলিয়া রিলায়েন্স হোমের স্টক কিনতে হুড়োহুড়ি বাজারে

১১০ থেকে সোজা ৩ টাকা! দেউলিয়া রিলায়েন্স হোমের স্টক কিনতে হুড়োহুড়ি বাজারে

কলকাতা: এক সময় বিশ্বের ধনকুবেরদের তালিকায় ছয় নম্বরে থাকা অনিল আম্বানির কোম্পানির স্টকে হঠাৎ করেই ধস নেমেছিল। তিনি নিজে যেমন রাতারাতি দেউলিয়া হয়েছিলেন, তেমনই মাথায় হাত পড়ে ট্রেডারদের। দীর্ঘ সময়ের জন্য যাঁরা তাঁর সংস্থা থেকে বিপুল শেয়ার কিনছিলেন, তাঁরা প্রায় পথে বসেন৷ 

২০২৪-এ সেই ছবি পাল্টাতে থাকে৷ ঘুরে দাঁড়াতে শুরু করে অনিলের কোম্পানির শেয়ার। যার মধ্য়ে উল্লেখযোগ্য রিলায়েন্স হোম ফিন্যান্স। সম্প্রতি, নতুন করে বেড়েছে এই কোম্পানির স্টক কেনার প্রবণতা। এই পরিবর্তনকে ইতিবাচক বলেই উল্লেখ করেছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। 

চার বছর আগে রিলায়েন্স হোম ফিন্যান্সের শেয়ারের দাম উঠেছিল ১১০ টাকা। কোম্পানি আর্থিক সংকটের মুখে পড়তেই হু হু করে পড়তে থাকে শেয়ার দর। এমনকি চলতি সপ্তাহের শুরুতে একেবারে তা তলানিতে ঠেকে৷ ১ টাকায় নেমে আসে দাম। এর পরই রিলায়েন্স হোমের শেয়ার কেনার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন ট্রেডাররা। ফলে ফের উঠতে শুরু করেছে শেয়ারের দর। বুধবার, অর্থাৎ ৩ এপ্রিল এক লাফে রিলায়েন্স হোম ফিন্যান্সের দর বেড়ে যায়। বাজার ক্লোজিং-এর সময় শেয়ারটির দাম দাঁড়ায় ৩.০২ টাকায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *