কেন্দ্রীয় বাজেটে কপাল খুলতে পারে শরণার্থীদের! বড় ইঙ্গিত প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটে কপাল খুলতে পারে শরণার্থীদের! বড় ইঙ্গিত প্রধানমন্ত্রীর

3 stocks recomended

নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে জ্বলছে গোটা দেশ৷জ্বলছে দেশের রাজধানী৷ ব্যতিক্রম নয় বাংলা৷ নাগরিক আইনের প্রতিবাদে দিকে দিকে উঠেছে প্রতিবাদ৷ আর এই বিক্ষোভের মধ্যে দ্বিতীয় দফায় বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ বিতর্কের আবহে কী থাকছে কেন্দ্রের বাজেটে? সূত্রের খবর, এবারের বাজেটে বেশ খানিকটা গুরুত্ব পেতে চলেছে শরণার্থী প্রসঙ্গ৷ তাঁদের জন্য বিশেষ সুবিধার দেওয়ার ইঙ্গিতও ইতিমধ্যেই দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী৷

আগামী বাজেটে প্রান্তিক মানুষের জন্য গুরুত্ব দেওয়া হবে৷ তাঁদের ক্ষমতায়নের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ সংসদচত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘‘আমাদের সরকারের পরিচয়, দোলিত হোক পিরিত হোক, শোষিত হোক, বঞ্চিত হোক, মহিলা হোক, পুরুষ হোক, এদের ক্ষমতায়নে জন্য আমরা গুরুত্ব দিচ্ছি৷ এই দশকে আমাদের সেই দিকেই নজর থাকবে৷ আমরা চাইছি, প্রান্তিক মানুষের ক্ষমতায়নের ওপর ব্যাপক আলোচনা হোক৷ ইতিবাচক আলোচনা হোক৷’’

সূত্রের খবর নাগরিক আইনের প্রতিবাদের আগুনে জল ঢালতে ভিন দেশ থেকে আগত শরণার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ তাঁদের সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় আনার পাশাপাশি আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হতে পারে বলে সূত্রের খবর৷ ভিনদেশ থেকে আগত শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর যাতে তাঁদের জীবন-যাপন করতে কোন সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হতে পারে বলে অর্থমন্ত্রক সূত্রে খবর পাওয়া গিয়েছে৷

নাগরিক আইনের বিতর্কে কেন্দ্রের এই পদক্ষেপ কার্যকর হলে তা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ একদিকে যেমন প্রান্তিক মানুষদের জন্য মোদি সরকারের কাছে কল্পতরু হওয়ার সম্ভবনা থেকে যাচ্ছে, ঠিক তেমনি বিরোধীদের সমালোচনার জবাব দিতেও এই পদক্ষেপ মোদি সরকারকে বাড়তি মাইলেজ যোগাবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ এখন দেখার বাজেট পেশ করে নির্মলা সীতারামন সেই পূর্বাভাস মিলিয়ে দেন কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *