ডিজিটাল লেনদেনে নিরাপত্তা বাড়াতে নয়া পদক্ষেপ RBI-এর

মুম্বই: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরও সুরক্ষা ও নিরাপত্তা দিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। কমিটির নেতৃত্বে থাকছেন ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি। আধারের নেপথ্য কারিগরও ছিলেন তিনিই। দেশবাসীকে ডিজিটাল লেনদেনে উত্সাহ দিতেই পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই। নিলেকানি ছাড়াও ওই কমিটিতে রয়েছেন শীর্ষ ব্যাঙ্কের

3 stocks recomended

ডিজিটাল লেনদেনে নিরাপত্তা বাড়াতে নয়া পদক্ষেপ RBI-এর

মুম্বই: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরও সুরক্ষা ও নিরাপত্তা দিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। কমিটির নেতৃত্বে থাকছেন ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি। আধারের নেপথ্য কারিগরও ছিলেন তিনিই। দেশবাসীকে ডিজিটাল লেনদেনে উত্সাহ দিতেই পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই।

নিলেকানি ছাড়াও ওই কমিটিতে রয়েছেন শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচ আর খান, বিজয়া ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কিশোর সানসি, প্রাক্তন আইটি ও ইস্পাত মন্ত্রকের সচিব অরুণা শর্মা এবং আইআইএম আমেদাবাদের সিআইআইই-র চিফ ইনোভেশন অফিসার সঞ্জয় জৈন। প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে ওই কমিটি তাদের রিপোর্ট পেশ করবে বলেও জানিয়েছে আরবিআই। বর্তমান ডিজিটাল লেনদেনের পদ্ধতির পর্যালোচনার পাশাপাশি, সাধারণ মানুষের ভীতি কাটাতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও রিপোর্ট দেবে এই কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =